লঙ্কানদের বিপক্ষে টাইগার যুবাদের প্রথম ওয়ানডে পরিত্যক্ত

ছবি: তানজিদ হাসান

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে বাংলাদেশ যুব দলের ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আগে ব্যাট করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দল সংগ্রহ করে ২০৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬৬ রান।
এরপর বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ৫১ রানের ইনিংস খেলে আউট হন বাংলাদেশ যুব দলের ওপেনার তানজিদ হাসান। আর ব্যাট হাতে প্রান্তিক নওরোজ ১৪ ও মাহমুদুল হাসান জয় ১ রানে অপরাজিত থাকেন।

এই ম্যাচের শুরুতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কান যুবাদের। তারা দলীয় ১০ রানেই উইকেট হারিয়ে বসে। ওপেনার মুদিথা প্রেমাদাসা মাত্র ২ রান করে শাহীন আলমের শিকার হন।
এরপর দ্বিতীয় উইকেটে ৭৩ রান যোগ করেন নাভোদ পার্নাভিতানা ও নিপুন ধনঞ্জয়া। ৩৩ রান করা নাভোদকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এরপর ৩১ করা ধনঞ্জয়াও মৃত্যুঞ্জয়ের শিকার হন।
মোহাম্মদ শামাজ ৫ রান করে আউট হয়েছেন রকিবুল হাসানের বলে। এরপর ২৩ রান করা অভিষেক থারিন্ডুও শিকার হয়েছেন রকিবুলের। মাঝে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলে লঙ্কানদের বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়েছিলেন সোনাল দিনুশা।
তবে তাকে শরিফুল ইসলাম সাজঘরে ফেরালে লঙ্কানদের হয়ে আর কেউ বড় ইনিংস খেলতে পারেনি। ফলে নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা যুব দলের ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ২০৭ রানে।
বাংলাদেশ দলের হয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী একাই নিয়েছেন ৪ টি উইকেট। তাছাড়া ২ টি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও রকিবুল হাসান। ১ টি উইকেট গেছে শাহীন আলমের ঝুলিতে।