চিটাগাং ভাইকিংসের হয়ে খেলবেন মুশফিক

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিজেদের দলে ভিড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি চিটাগাং ভাইকিংস। রবিবার প্লেয়ারস ড্রাফট শুরু হওয়ার পূর্বেই তাঁকে ব্যক্তিগত চুক্তিতে দলে ভিড়িয়েছে তাঁরা।
মূলত চিটাগাং ভাইকিংসে কোন 'এ+' ক্যাটাগরির ক্রিকেটার না থাকায় তাঁরা মুশফিককে দলে ভেড়াতে সক্ষম হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিপিএলে সব সিনিয়র ক্রিকেটারদেরই ধরে রেখেছে কোন না কোন ফ্রেঞ্চাইজি। কেবল মুশফিকুর রহিমকে ধরে রাখেনি তাঁর পুরানো ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংস। যার ফলে বিপিএল ড্রাফটে 'এ+' ক্যাটাগরিতে রাখা হয় ছিল তাঁকে।

কিন্তু আগে থেকেই চিটাগাং ভাইকিংসের সঙ্গে চুক্তির কথা চলছিল মুশফিকের। অবশেষে ২৮ অক্টোবর (রবিবার) প্লেয়ারস ড্রাফটের আগেই দেশ সেরা এই ব্যাটসম্যানের সাথে চুক্তি সম্পন্ন করতে সক্ষম হয়েছে চিটাগাং ভাইকিংস।
বিপিএলের বিভিন্ন আসরে এই ডানহাতি ব্যাটসম্যান ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন। রাজশাহী কিংসের আগে বিপিএলে নিষিদ্ধ দল বরিশাল বুলসের (২০১৬) হয়ে খেলেছিলেন তিনি।
২০১৫ সালে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন তিনি। এবার চিটাগাংয়ের হয়ে মাঠ কাঁপাবেন বাংলাদেশ দলের অন্যতম এই ব্যাটসম্যান।
মুশফিক ছাড়াও চিটাগাং ভাইকিংসে দেশি ক্রিকেটার হিসেবে আছেন সানজামুল ইসলাম। আর বিদেশী ক্রিকেটার হিসেবে মোহাম্মদ শাহজাদ, রবি ফ্র্যালিঙ্ক, সিকান্দার রাজা, লুক রঞ্চিদের দলে ভিড়িয়েছে তাঁরা। দলে রিটেইন করা আফগানিস্তান প্লেয়ার নাজিবুল্লাহ জাদরানকে ছেড়ে দিয়েছে দলটি।
আগামী বছরের ৫ই জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই আসর।