ব্যাটিং অলরাউন্ডার দলে ভারসাম্য এনে দিবেঃ বুমরাহ

ছবি: ছবি- এএফপি

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের তৃতীয় ওয়ানডে হারের মূল কারণ শেষের দিকের ব্যাটসম্যানদের বাজে পারফর্মেন্স। একজন ব্যাটিং অলরাউন্ডারের অভাবেই ঘরের মাঠে পরাজিত হতে হয়েছে তাদেরকে, মনে করছেন তৃতীয় ওয়ানডেতে দলে ফেরা ভারতীয় ফ্রন্ট লাইন পেসার জাসপ্রিত বুমরাহ।
মূলত দলের বেশ কিছু ক্রিকেটাররা ইনজুরিতে রয়েছে। যারা কিনা বোলিং এবং ব্যাটিং উভয় বিভাগেই দুর্দান্ত। তাঁরা দলে ফিরে আসলেই ভারতীয় দল আবার ভারসাম্য ফিরে পাবে, বিশ্বাস করেন বুমরাহ।

'ভারতীয় ক্রিকেটে খেলা হয়না এমন মৌসুম আপনি পাবেন না, কারণ আমরা টানা ক্রিকেট খেলি। আমাদের অনেক ক্রিকেটার আছে যারা ইজুরিতে আছে এবং অনেকে ইনজুরি থেকে ফিরেছে। এখন আমরা দলে সামঞ্জস্য আনার চেষ্টা করছি। যারা একই সাথে বল এবং ব্যাট করতে পারে তাঁরা দলে নেই। যখন তাঁরা দলে ফিরবে তখন আমাদের অনেকগুলো বোলিং অপশন থাকবে। এমন ভারসাম্য দলের জন্য ভাল হবে।'
সফরকারীদের দেয়া মাত্র ২৮৪ রানের লক্ষ্যকে নিজেদের মাঠে তাড়া করে জিততে ব্যর্থ হয় ভারত। ২৪০ রান করতে সক্ষম হয় তাঁরা, পরাজয় বরণ করে ৪৩ রানের। কিন্তু এই রানের মাঝে আবার অধিনায়ক ভিরাট কোহলির রয়েছে ১০৭ রানের ইনিংস।
প্রথম দিকের ব্যাটসম্যানরা কিছুটা রান যোগ করে দলকে এগিয়ে নিয়ে গেলেও ছয় উইকেট হারানোর পর ভারতীয় দলে হাল ধরার মতো কেউই ছিল। একজন ব্যাটিং অলরাউন্ডারের অভাব হাড়েহাড়ে টের পেয়েছিল তাঁরা।
দলে ঘাটতি ছিল একজন কেদার যাদব অথবা হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারের।