promotional_ad

বিপিএলে ফিরছেন আশরাফুল

মোহাম্মদ আশরাফুল
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শনিবার বিপিএলের ষষ্ঠ আসরের ড্রাফটের তালিকা প্রকাশ করেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।


এই তালিকাতে আশরাফুলের নাম আছে বি গ্রেডে। বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে রবিবার। ঢাকার র‌্যাডিসন ব্লু হোটেলে জমজমাট এই ড্রাফট থেকে যেকোনো ফ্র্যাঞ্চাইজি দলে ভেড়াতে পারবে আশরাফুলকে।


বি গ্রেডের ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ১৮ লাখ টাকা করে। মোহাম্মদ আশরাফুল ২০১৩ সালে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন। ২০১৬ সালে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পান।


promotional_ad

তবে চলতি বছরই বিপিএলে খেলার উপর তার নিষেধাজ্ঞা উঠে গেছে ফলে তাকে অন্তর্ভূক্ত করা হয়েছে বিপিএলের ড্রাফটে। বি গ্রেডে আশরাফুল ছাড়াও আছেন, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, শাহরিয়ার নাফিস, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, আল-আমিন ও আবুল হাসান।


তাছাড়া, একই সঙ্গে আছেন কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায়, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, আব্দুর রাজ্জাক, তানবির হায়দার ও ফজলে মাহমুদ রাব্বি।


বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়েছে মোট ১৮৬ জন স্থানীয় ক্রিকেটারকে। এই ক্রিকেটারদের মোট ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এ প্লাস ক্যাটাগরিতে আছেন একজন মাত্র ক্রিকেটার।


তিনি বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। তাছাড়া,এ ক্যাটাগরিতে আছেন ৭ জন, বি ক্যাটাগরিতে ১৭ জন, সি ক্যাটাগরিতে ৪৩ জন, ডি ক্যাটাগরিতে ৪৩ জন ও ই ক্যাটাগরিতে ৭৫ জন খেলোয়াড়।


এদিকে, বিপিএলের গত আসরে পাঁচজন বিদেশী ক্রিকেটার একাদশে রাখার সুযোগ ছিল দলগুলোর। এবার তা চারজনে নামিয়ে আনা হয়েছে। এবার প্রতিটি দল সর্বোচ্চ ৯ জন বিদেশী ক্রিকেটার ও ১২ জন স্থানীয় ক্রিকেটার দলে ভেড়াতে পারবেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball