promotional_ad

শেষ ম্যাচে বিশ্রামে থাকবেন কে?

ছবিঃ- গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম দুই ম্যাচে একই একাদশ খেললেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে একাদশ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 


"এখনও এটা নিয়ে আমরা আলোচনা করিনি। কালকের ম্যাচ নিয়ে বসব। অবশ্যই পরিবর্তনতো আসবে। যারা সুযোগ পায়নি, তাদের সুযোগ দেওয়ার কথা ভাবছি। সন্ধ্যায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।"


সিরিজে এখন পর্যন্ত খেলা হয়নি নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, রুবেল হোসেন এবং আবু হায়দার রনির। এছাড়া নতুন করে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে সৌম্য সরকারকে।


promotional_ad

কাজেই যে কোন ধরণের পরিবর্তন একাদশে দেখা যেতে পারে। তবে সিরিজের এই ম্যাচটিতে তরুণ ক্রিকেটারদের বেশি সুযোগ দিবে বোর্ড, অধিনায়কের দৃষ্টিভঙ্গিতে এমনটা আশা করাই যায়।


কাজেই দুই ম্যাচে ব্যর্থ হওয়া ফজলে রাব্বি অথবা দুই ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করা মোহাম্মদ সাইফুদ্দিন এই ম্যাচেও খেলবেন বলাই যায়। এক্ষেত্রে খেলার সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে রুবেল হোসেনের।


তবে নিয়মিত পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে গিয়ে আবু হায়দার রনিকে দলে নিতে পারেন মাশরাফি। আবার মিডল অর্ডারে সৌম্য সরকারকে কোনভাবে দলে অন্তর্ভুক্ত করতে পারেন। সৌম্য বিষয়ে গণমাধ্যমে তিনি বলেন, 


"দেখুন ও দুই জায়গাতেই খেলেছে এবং আমারও সমস্যা নেই তাঁর এই দুই জায়গা নিয়ে। সৌম্য যদি ফর্মে থাকে এবং সবকিছু ঠিক থাকে সে ওপেনারেরও ব্যাকআপ হতে পারে আবার সাত নাম্বারেরও ব্যাকআপ হতে পারে। 


"এর একটাই কারণ যে তাঁর বোলিং আছে এবং সে বোলিং ভাল করছে। এটি তাঁর জন্য অনেক বড় একটি সুবিধা। সুতরাং আমার কাছে মনে হয় সে দুইটি জায়গারই ব্যাকআপ হতে পারে। তাঁকে দিয়ে দুইটি জায়গার সমাধান পাওয়া যেতে পারে বলে আমি মনে করি।"


তবে ওপেনিংয়ে লিটন দাস এবং ইমরুল কায়েস- এই দুজনই যে খেলছেন সেটা একপ্রকার নিশ্চিত। 


বাংলাদেশ (সম্ভাব্য একাদশ)- লিটন দাস, ইমরুল কায়েস, ফাজলে মাহমুদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন/ সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান/ আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball