শীর্ষ অধিনায়ক মাশরাফি

ছবি: মাশরাফি বিন মর্তুজা

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে (৯৫) নেতৃত্ব দেওয়ার রেকর্ডটি এখন মাশরাফি বিন মর্তুজার। বুধবার চট্রগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি টপকে যান মুশফিকুর রহিমের (৯৪) ম্যাচের রেকর্ড।
যেখানে তিনি ওয়ানডেতে সর্বোচ্চ ৬৬ টি ম্যাচ, টি টুয়েন্টিতে ২৮টি এবং টেস্টে মাত্র একটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে শুধু ওয়ানডে ফরম্যাটে নেতৃত্ব দিচ্ছেন নড়াইল এক্সপ্রেস। ২০০১ সালে বাংলাদেশের জার্সিতে পথ চলা শুরু করা মাশরাফি আট বছর পর ২০০৯ সালে সব সংস্করণেই নেতৃত্ব দেয়ার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন।

তবে তখন দীর্ঘায়িত হয়নি তার অধিনায়কত্বের পথচলা। চোটে জর্জরিত হয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে হয় তাঁকে। এরপর ২০১৪ সালে আবারও অধিনায়কত্বে ফিরিয়ে আনা হয় তাঁকে। সে বছরটা বাংলাদেশের পারফর্মেন্স ছিল অনেকটা ভুলে যাওয়ার মতোই। আত্মবিশ্বাস তলানিতে পৌঁছানো দলটির ভার ২০১৫ বিশ্বকাপকে সামনে রেখে তুলে দেয়া হয় তাঁর হাতে।
সে থেকেই বাংলাদেশ ক্রিকেটের রূপরেখা নিজের নেতৃত্বগুণে বদলে দেন মাশরাফি। একে একে এনে দেন স্মরণকালের সেরা সব অর্জন। বাংলাদেশকে টেনে তোলেন ওয়ানডে র্যাংকিংয়ের সাত নম্বরে। দেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়কের খেতাবও নিজের করে নিয়েছেন তিনি। গড়েছেন এখন পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার রেকর্ড।
এদিকে মাশরাফি এবং মুশফিকের পর অধিনায়কদের তালিকার তিন এবং চার নম্বরে আছেন যথাক্রমে হাবিবুল বাশার সুমন এবং সাকিব আল হাসান। মোট ৮৭টি আন্তর্জাতিক ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন বাশার। অপরদিকে সাকিব মোট ৭৫টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। এছাড়াও তালিকার পাঁচে থাকা মোহাম্মদ আশরাফুল নেতৃত্ব দিয়েছেন ৬২টি ম্যাচে।
একনজরে দেখে নেয়া যাক বাংলাদেশকে নেতৃত্ব দেয়া সেরা পাঁচ অধিনায়কের নাম-
নম্বর | অধিনায়কের নাম | মোট ম্যাচ | টেস্ট | ওয়ানডে | টি টুয়েন্টি |
১। | মাশরাফি বিন মর্তুজা | ৯৫ | ১ | ৬৬ | ২৮ |
২। | মুশফিকুর রহিম | ৯৪ | ৩৪ | ৩৭ | ২৩ |
৩। | হাবিবুল বাশার | ৮৭ | ১৮ | ৬৯ | ------ |
৪। | সাকিব আল হাসান | ৭৫ | ১১ | ৫০ | ১৪ |
৫। | মোহাম্মদ আশরাফুল | ৬২ | ১৩ | ৩৮ | ১১ |