তামিমের অভাব পূরণ করেছে ইমরুলঃ মাসাকাদজা

ছবি: ইমরুল কায়েস

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলছে। এই দুই তারকা ইনজুরির কারণে চলতি সিরিজের দলে নেই। ফলে অভিজ্ঞতার বিচারে অনেকটাই এগিয়ে সফরকারী জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের লক্ষ্য ছিল বাংলাদেশ দলের ত্রাতা হয়ে ওঠা ব্যাটসম্যানদের দ্রুত সাজঘরে ফেরানো। তবে তাতে তারা সফল হয়নি। দুই ম্যাচেই দারুণ ব্যাটিং করে টাইগারদের জয় এনে দিয়েছেন ওপেনার ইমরুল কায়েস।
ম্যাচ শেষে জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা জানিয়েছেন তামিমের অবর্তমানে নিজের দায়িত্বটা বেশ ভালো ভাবেই পালন করছেন ইমরুল।

"অবশ্যই আমরা তাঁদের কাছে (দলের অভিজ্ঞ বোলারদের কাছে) প্রত্যাশা করেছিলাম যে, দ্রুতই তারা ব্যাটসম্যানদের আউট করে দিতে পারবে (যারা ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে)। আমি মনে করি তামিমের অনুপস্থিতিতে ইমরুল সেটি দারুণভাবে পালন করেছে। সে দুই বার আমাদের খেলা থেকে বের করে দিয়েছে।"
প্রথম ম্যাচে ইমরুল কায়েস ১৪৪ রানের ইনিংস খেলেছিলেন। যা বাংলাদেশ দলের লড়াইয়ের সংগ্রহ নিশ্চিত করেছিল। আর দ্বিতীয় ম্যাচে আরেক ওপেনার লিটন দাসের সাথে তার ১৪৮ রানের জুটি বড় জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দলের। এই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৯০ রান।
জিম্বাবুয়ে দুই ম্যাচেই বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে। শুরুর দিকে ভালো করলেও শেষ দিকে তারা চাপ ধরে রাখতে পারেনি। জিম্বাবুয়ে দলপতি মাসাকাদজা মনে করেন শুরুতে উইকেট তুলে নিতে না পারার কারণেই এই বড় হার তাদের।
"প্রথমত, ব্যাটিংয়ে আমরা বাজে সময় কাটিয়েছি। আমরা দারুণ অবস্থায় ছিলাম। কিন্তু নিজেদের হাতে সুযোগটি নষ্ট করেছি। তারা সত্যিই দারুন বোলিং করেছে আমাদের এবং আমরা শেষের দিকে আমাদের দক্ষতা প্রয়োগ করতে পারিনি। আমাদের নিজেদের মেলে ধরেছিলাম কিন্তু শেষ দিকে পারিনি। এটা হল যে আমরা শুরুতে উইকেট নিতে পারিনি। তাদের ওপেনিং জুটি সত্যিই এটা আমাদের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছে।"
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটিকে পাখির চোখ করেছিল জিম্বাবুয়ে। কিন্তু এই সিরিজে এখনও নিজেদের আসল চেহারা খুঁজে পায়নি জিম্বাবুয়ে। তাই, এই প্রসঙ্গে হতাশা প্রকাশ করেছেন জিম্বাবুয়ে অধিনায়কও।
"এটা এমন একটা সিরিজ যেটা আমরা টার্গেট করেছিলাম এবং ভেবেছিলাম এখানে আমাদের ভালো সুযোগ আছে। দুই খেলাতেই আমরা নিজেদের ভালো অবস্থানে পাইনি।"