এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ

ছবি:

স্কোরঃ
জিম্বাবুয়ে ২৪৬/৭ ৫০ ওভার
টেইলর ৭৫, রাজা ৪৯, উইলিয়ামস ৪৭
সাইফউদ্দিন ৪৫/৩
বাংলাদেশঃ ২৫০/৩, ৪৪.১ ওভার
মুশফিক ৪০, মিথুন ২৪, লিটন ৮৩ ও ইমরুল ৯০
জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের দেয়া ২৪৭ রানের লক্ষ্য টাইগাররা ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায়। ব্যাট হাতে মুশফিক ৪০ ও মিথুন ২৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৮ রানের জুটি গড়েন দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাস। লিটন আউট হয়েছেন ৮৩ রান করে। আর ইমরুল ফিরেছেন ৯০ রান করে। আর রাব্বি আগের ইনিংসের মতো এই ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি।
তবে চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌছে দিয়েছেন মুশফিক ও মিথুন। বাংলাদেশ দলের তিন ব্যাটসম্যানই শিকার হয়েছেন সিকান্দার রাজার।
এর আগে চট্টগ্রামে টসে হেরে ব্যাট করতে নামা সফরকারী জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করে। সফরকারীদের পক্ষে এদিন সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেছেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর। এছাড়া সিকান্দার রাজা ৪৯ এবং শন উইলিয়ামসের ব্যাট থেকে আসে ৪৭ রান।
বাংলাদেশের বোলারদের এদিন দারুণ বোলিং করেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিন। ১০ ওভার বল করে ৪৫ রান দিয়ে ডানহাতি এই পেসারের শিকার ৩ উইকেট।
এর আগে ম্যাচের শুরুতে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম চার ওভার দেখে শুনেই খেলেছে জিম্বাবুয়ের দুই ওপেনার।
ইনিংসের পঞ্চম ওভারে এসে অধিনায়ক মাশরাফি নতুন বল তুলে দেন সাইফউদ্দিনের হাতে। আর বোলিংয়ে এসেই নতুন বলে আঘাত হানেন তিনি। ১৪ রান করা হ্যামিল্টন মাসাকাদজাকে উইকেটের পেছনে ক্যাচ আউট করে বিদায় করেন তিনি।
মাসাকাদজা ফিরলেও সহজাত ব্যাটিংটাই করছেন জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান।মাসাকাদজা শুরুতে ফিরে গেলেও দলের হাল ধরে খেলতে থাকেন তিনি। কিন্তু দলীয় ৭২ রানে মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে ফজলে রাব্বির হাতে তালুবন্দি হন আরেক ওপেনার জুহাইয়ো।
দুই ওপেনার বিদায় নিলেও উইলিয়ামসের সঙ্গে ৭৭ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৭৫ রানে মাহমুদুল্লাহ রিয়াদের শিকার হয়ে ফেরেন টেইলর। এরপর উইলিয়ামসকে ৪৭ রানে বিদায় করেন সাইফউদ্দিন।
কিন্তু ষষ্ট উইকেটে খেলতে নেমে বাংলাদেশকে ভালো ভুগিয়েছেন সিকান্দার রাজা। ৪৯ ???ান করা এই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান অধিনায়ক মাশরাফি। শেষ পর্যন্ত নীচের সারির ব্যাটসম্যানদের ছোট ছোট পুঁজিতে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রানের পুঁজি পায় সফরকারীরা।
বাংলাদেশ একাদশ- লিটন কুমার দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ- হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চিপাস ঝুয়াও, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুটা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।