লিডের পরও হারের প্রহর গুনছে ঢাকা

ছবি: চট্টগ্রাম ও ঢাকা বিভাগের ম্যাচের একাংশ

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা বিভাগের করা ২৮৮ রানের জবাবে চট্টগ্রামের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ২৩৮ রানে। আগের দিন ৮ উইকেট হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ ছিল ২২৩ রান। তৃতীয় দিনের শুরুতে তারা মাত্র ১৫ রান যোগ করে শেষ ২ উইকেট হারিয়েছে।
প্রথম ইনিংসে ৫০ রানের লিড নিয়েও হারের শঙ্কায় পড়েছে ঢাকা বিভাগ। ঢাকা তাদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১৫১ রানে। দলটিকে অল্প রানে গুটিয়ে দেয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন চট্টগ্রামের দুই বোলার নাঈম হাসান ও ইফরান হোসেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ঢাকা। ব্যক্তিগত সর্বোচ্চ ৩৯ রান এসেছে নাজমুল হোসেন মিলনের ব্যাট থেকে। আর ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মাহবুবুল আলম অনিক।
আর কেউ বলার মতো রান করতে না পারলে ঢাকা বিভাগ অল আউট হয়ে যায় ১৫১ রানে। চট্টগ্রামের হয়ে আগের ইনিংসে একাই ৮ উইকেট নেয়া নাঈম দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন ৩ টি উইকেট।
সমান সংখ্যক উইকেট নিয়েছেন ইফরান হোসেন। তাছাড়া মেহেদী হাসান রানা ২ টি ও ইফতেখার সাজ্জাদ ১ টি উইকেট নিয়েছেন। ছোটো লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের।
তারা দলীয় ২২ রানের মধ্যে দুই ওপেনারকে হারায়। সাদিকুর রহমান ১ রান ও পিনাক ঘোষ ৪ রান করে আউট হয়েছেন। অবশ্য, মমিনুল হক ও তাসামুল হকের দারুণ এক জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছে চট্টগ্রাম।
দিন শেষে মমিনুল ৬২ ও তাসামুল ৪৬ রান করে অপরাজিত আছেন। শেষ দিনে জয় পেতে চট্টগ্রামের প্রয়োজন আর ৮৯ রান। হাতে আছে আরও ৮ টি উইকেট।