নাটকীয় পরিস্থিতিতে রংপুর-বরিশালের ম্যাচ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে শেষদিনে জয়ের জন্য ১৫৯ রান প্রয়োজন বরিশাল বিভাগের, হাতে আছে সাত উইকেট।
২৩০ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ২২ রানের মধ্যেই তিন উইকেট হারিয়েছে বরিশাল। দিন শেষে আল আমিন (৩৫*) এবং শামসুল ইসলামের (৯*) দৃঢ়তায় তিন উইকেট হারিয়ে ৭১ রান করেছে বরিশাল।

রংপুরের হয়ে দুটি করে নিয়েছেন রবিউল হক। একটি উইকেট নিয়েছেন শুভাশিস রয়। নিজেদের প্রথম ইনিংসে দুই দলই ১৪৭ রান করে করায় তখন পর্যন্ত লিডের দেখা পায়নি রংপুর বা বরিশাল বিভাগ।
দ্বিতীয় ইনিংসে রংপুর থেমেছে ২২৯ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছে মাহমুদুল হাসান। ৩৫ রান এসেছে সোহরাওয়ার্দী শুভর ব্যাট থেকে। এছাড়া ৩১ রান করেছেন উইকেটরক্ষক ধীমান ঘোষ।
৩০ রান আসে ওপেনার রাকিন আহমেদের ব্যাট থেকে। বরিশালের হয়ে পাঁচটি উইকেট নিয়েছেন মনির হোসেন। দুটি করে উইকেট পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি এবং সোহাগ গাজি।
নিঃসন্দেহে শেষদিনের নাটকের অপেক্ষায় আছে রংপুর-বরিশালের এই ম্যাচ। বোলারদের দাপটে রংপুরও জিতে যেতে পারে অথবা বরিশালের ব্যাটসম্যানরা বিশেষ কিছু করে দল জেতাতে পারে।
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- বরিশাল বিভাগ
রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ- ১৪৭
বরিশাল বিভাগ প্রথম ইনিংসঃ- ১৪৭
রংপুর বিভাগ দ্বিতীয় ইনিংসঃ- ২২৯
বরিশাল বিভাগ দ্বিতীয় ইনিংসঃ- ৭১/৩
শেষদিনে জয়ের জন্য ১৫৯ রান প্রয়োজন বরিশাল বিভাগের, হাতে আছে সাত উইকেট