সাব্বিরের আক্ষেপ, তবুও লিডে রাজশাহী

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাটসম্যানদের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে খুলনার বিপক্ষে ১০৯ রানের লিড নিয়ে এনসিএলের চতুর্থ রাউন্ডের তৃতীয় দিন শেষ করেছে রাজশাহী। ১৫১ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৪১৯ রান করে দিন শেষ করেছে তাঁরা।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১৬ রান নিয়ে সাব্বির রহমান এবং শূন্য রান নিয়ে মুক্তার আলি তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন। প্রথম সেশন পার করে দিয়েছেন কোন উইকেট না হারিয়েই। লাঞ্চের আগেই এবারের এনসিএলে প্রথম অর্ধশতক হাঁকিয়েছিলেন সাব্বির।
লাঞ্চ বিরতির পর ঠাণ্ডা মাথায় খেলে বড় করতে চেয়েছিলেন নিজের ইনিংসকে। কিন্তু এক রানের আক্ষেপ রয়ে গেল তাঁর। রান আউট হয়ে ফিরে গেছেন ৯৯ রানে। ১১টি চার এবং ১টি ছয়ে সাজিয়েছিলেন নিজের এই ইনিংস।

সাব্বিরের সাথে দারুণ সঙ্গ দিয়েছিলেন মুক্তার। দু'জনে গড়েছিলেন ১১২ রানের জুটি। সাব্বিরের বিদায়ের পর সাঞ্জামুলের সাথে জুটি গড়তে চেয়েছিলেন মুক্তার। কিন্তু বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি তিনি। আউট হয়েছেন ৪৭ রান করে। তবে শেষের দিকে একাই খেলে গেছেন সাঞ্জামুল। ৬৪ করে আউট হয়েছেন তিনিও।
এর আগে দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ২০২ নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন সফরকারীরা। সে দিন সর্বোচ্চ ৫৬ রান সংগ্রহ করেছিলেন ফরহাদ হোসেন।
এছাড়া ৪৭ রান করেছিলেন জুনায়েদ সিদ্দিকি এবং ৪৩ রান করেছিলেন মিজানুর রহমান। সৌম্য এবং আল-আমিন নিয়েছিলেন দুটি করে উইকেট।
এদিকে সোমবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। নিজেদের প্রথম ইনিংসে ৩০৭ রানে অল আউট হয় খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন তুষার ইমরান। এছাড়া সৌম্য সরকার ৬৬ এবং এনামুল হক বিজয় ৫৬ রানের ইনিংস খেলেছিলেন।
রাজশাহীর হয়ে সানজামুল ইসলাম, শফিউল ইসলাম,এবং ফরহাদ রেজা তিন জনই নিয়েছেন তিনটি করে উইকেট। সাথে ১টি উইকেট পেয়েছেন মুক্তার আলী।