কাজি অনিকের সৌজন্যে জয়ের পথে আশরাফুলরা

ছবি: মোহাম্মদ আশরাফুল

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে সিলেট বিভাগের বিপক্ষে জয়ের জন্য শেষদিনে ১৬৯ রান প্রয়োজন ঢাকা মেট্রোর, হাতে আছে নয়টি উইকেট। তৃতীয় দিন শেষে ঢাকার হয়ে উইকেট পাহারায় আছেন সাদমান ইসলাম (১১*) এবং শামসুর রহমান (৭*)।
দিনের শুরুতে নিজেদের প্রথম ইনিংসে ৩০০ রান করে অলআউট হয়েছে ঢাকা মেট্রো। এরপরে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৮৪ রানে অলআউট হয় সিলেট বিভাগ।

এদিনে কাজি অনিকের তোপেই ধরাশায়ী হয়েছে সিলেট। বল হাতে একাই পাঁচটি উইকেট নিয়েছেন কাজি অনিক। তিনটি উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম এবং একটি উইকেট পেয়েছেন মোহাম্মদ আশরাফুল।
সিলেটের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন এনামুল হক জুনিয়র। ২৭ রান করেন ওপেনার ইমতিয়াজ হোসেন। ২৬ রান আসে জাকির হাসানের ব্যাট থেকে। ২৫ রানে ফিরেছেন রাজিন সালেহ।
তবে কাজি অনিকের বোলিংয়ের সামনে থিতু হতে পারেনি সিলেটের কোন ব্যাটসম্যান। ঢাকার দ্বিতীয় ইনিংসের একমাত্র উইকেটটি নিয়েছেন সিলেটের এবাদত হোসেন।
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- ঢাকা মেট্রো
সিলেট বিভাগ প্রথম ইনিংস- ৩১২
ঢাকা বিভাগ প্রথম ইনিংস- ৩০০
সিলেট বিভাগ দ্বিতীয় ইনিংস- ১৮৪
ঢাকা বিভাগ দ্বিতীয় ইনিংস- ২৮/১
জয়ের জন্য শেষদিনে ১৬৯ রান প্রয়োজন ঢাকা মেট্রোর, হাতে আছে নয়টি উইকেট।