তিন পেসার, দুই স্পিনার ফর্মুলায় টাইগাররা

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে টাইগাররা। টসে জিতে ইতিমধ্যেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
অপেক্ষাকৃত তরুণ একটি দল নিয়ে এই ম্যাচেও মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। দলটিতে রাখা হয়েছে তিন পেসার এবং দুই স্পেশালিস্ট স্পিনারকে। পেসার হিসেবে আজ মাশরাফি এবং মুস্তাফিজের সাথে রয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন।
জ্বরের কারণে এই ম্যাচেও রুবেল হোসেন অনুপস্থিত থাকায় সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার। তবে আগের ম্যাচেও ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাইফুদ্দিন। আর স্পিনারদের মধ্যে এই ম্যাচেও নাজমুল ইসলাম অপুর সাথে থাকছেন অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ।

এছাড়া অভিজ্ঞদের তালিকায় ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা তো থাকছেনই। অর্থাৎ সিরিজের প্রথম ম্যাচের দলটি নিয়েই মাঠে নামছে টাইগাররা।
অপরদিকে প্রতিপক্ষ জিম্বাবুয়ে আজও খেলতে নামছে অনেকটা পূর্ণ শক্তির দল নিয়েই। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার পাশাপাশি আজও খেলছেন সিকান্দার রাজা, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামসদের মত ক্রিকেটাররা।
এছাড়া লেগ স্পিনার হিসেবে সফরকারীদের হয়ে খেলবেন ব্র্যান্ডন মাভুটা। তাদের পেস আক্রমণ সামলানোর দায়িত্বে থাকছেন টেন্ডাই চাতারা এবং কাইল জার্ভিস।
বাংলাদেশ একাদশ- লিটন কুমার দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ- হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চিপাস ঝুয়াও, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুটা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।