গুরুত্বপূর্ণ দিনে মাশরাফির পক্ষে টসভাগ্য

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয়েছে সফরকারী জিম্বাবুয়ে। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এরই মাঝে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ম্যাচে ডিউ ফ্যাক্টর প্রভাব ফেলবে এমনটা আগেই জানা গিয়েছিল। তাই টসে জিতে যেকোনো দলই বোলিং বেঁছে নিবে, এমনটাও অনুমেয় ছিল।
পুরো উপমহাদেশের মতো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও ডিউ ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করা দলগুলো একটু বেশিই সমস্যায় পড়ে।

কেননা বলে গ্রিপ করতে কিছুটা বাড়তি কষ্ট করতে হয় তাঁদের। আর তাই ডিউ ফ্যাক্টর কাজে লাগানোর সবচেয়ে ভাল উপায় টসে জিতে ফিল্ডিং বেঁছে নেওয়া।
এদিকে এখন পর্যন্ত মোট ৭০টি ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। যেখানে তাদের জয়ের সংখ্যা ৪২টি এবং পরাজয় ২৮টি। চট্টগ্রামে খেলা ছয়টি ম্যাচের পাঁচটিতেই জিতেছে টাইগাররা, আরেকটি হয়েছে পরিত্যক্ত।
সুতরাং আজ স্পষ্টভাবেই ফেভারিটের কাতারে এগিয়ে থাকছে মাশরাফি বাহিনী। চলতি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও আছে তাঁরা। পাশাপাশি চট্টগ্রামে বাড়তি আত্মবিশ্বাসের দিক থেকেও এগিয়ে থাকছে টাইগাররা।
বাংলাদেশ স্কোয়াড-
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মোহাম্মদ সাইফুদ্দিন।
জিম্বাবুয়ে স্কোয়াড-
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), টেন্ডাই চাতারা, এল্টন চিগুম্বুরা, ক্রেইগ আরভিন, কাইল জার্ভিস, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুটা, সলোমন মিরে, পিটার মুর,তারিসাই মুসাকান্দা, রিচার্ড এন গারাভা, জন নাইউম্বু, ব্র্যান্ডন টেইলর (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, চিপাস ঝুয়াও, সিকান্দার রাজা।