দুর্বল অস্ট্রেলিয়াকে পেয়ে রোমাঞ্চিত প্লেসিসও

ছবি: ফাফ ডু প্লেসিস

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে বেশ রোমাঞ্চিত প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস । তারমতে অস্ট্রেলিয়ার সাথে দক্ষিণ আফ্রিকার খেলা মানেই এক উত্তেজনাকর লড়াই। আর সেই লড়াইটা দেখা যাবে আসন্ন সিরিজেও।
সিরিজ নিয়ে সাংবাদিকদের সম্মুখে তিনি বলেন, 'অস্ট্রেলিয়া আমাদের পছন্দের প্রতিপক্ষ, খেলার মাঠ ও মাঠের বাইরের তাঁদের সবাইকে আমার ভাল লাগে। আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা সবসময় অনুপ্রাণিত হয়েই খেলি।

'আমরা উত্তেজনাকর লড়াই পছন্দ করি। এটি সুন্দর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। তাঁদের বিপক্ষে ঘর এবং ঘরের বাহিরে শেষ দুটো সিরিজ খুবই উপভোগ্য ছিল। আমরা এবারও কম কিছু আশা করছি না।'
সাম্প্রতিক সময় একেবারেই ভালো যাচ্ছেনা অস্ট্রেলিয়া দলের। গেল মার্চে বল বিকৃতির ঘটনায় নিষিদ্ধ হওয়া নিয়মিত অধিনায়ক স্টিভ স্মিথ ও ওপেনার ডেভিড ওয়ার্নারকে হারিয়ে নিয়মিত ধুকছে তাঁরা।
তারপর থেকে খেলা ইংল্যান্ডের সাথে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে জিততে পারেনি একটি ম্যাচও। জিম্বাবুয়ে এবং পাকিস্তানের সাথে ত্রিদেশীয় সিরিজও খোয়াতে হয় তাদের। এরপরে পাকিস্তানের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজেও হেরেছে তাঁরা।
অন্যদিকে ছন্দেই আছেই দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ দুই সিরিজে শ্রীলংকা ও জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতে নেয় তাঁরা। তবে ছন্দে থাকলেও অস্ট্রেলিয়ার মত দলের বিপক্ষে হাশিম আমলা ও জেপি ডুমিনির দলে না থাকা (ইনজুরির কারণে) দুশ্চিন্তার কারণ হয়ে দাড়াতে পারে দক্ষিণ আফ্রিকার সামনে।
নভেম্বরের ৪ তারিখ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজটির বাকী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ এবং ১১ নভেম্বর। ১৭ নভেম্বর একমাত্র টি-টুয়েন্টি দিয়ে শেষ হবে এই সফর।