সিরিজ হারের পর আরেকটি দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ছবি: অস্ট্রেলিয়া ও পাকিস্তান দল

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে ৩৭৩ রানের বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। সিরিজ হারের পর আরেকটি দুঃসংবাদ পেয়েছে অজিরা। তারা র্যাঙ্কিংয়ে দুই ধাপ নিচে নেমে গেছে।
আইসিসির বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী অস্ট্রেলিয়ার অবস্থান এখন ৫ নম্বরে। অস্ট্রেলিয়া সিরিজ শুরু করেছিল ১০৬ পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে তিন নম্বরে থেকে। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার থেকে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে ছিল তারা।
এখন অস্ট্রেলিয়ার পয়েন্ট কমে হয়েছে ১০২। চারে থাকা নিউজিল্যান্ডের থেকে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। এদিকে র্যাংঙ্কিংয়ে আরও উন্নতির সুযোগ হারিয়েছে পাকিস্তান ক্রিকেট দল।
তারা অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে শ্রীলঙ্কাকে টপকে ছয়ে উঠে যেত। তবে ১-০ তে সিরিজ জেতায় তাদের অবস্থান ৭ নম্বরেই রয়েছে। তবে রেটিং পয়েন্ট বেড়েছে সরফরাজ আহমেদের দলের।
তাদের পয়েন্ট ৮৮ থেকে বেড়ে হয়েছে ৯৫। শ্রীলঙ্কার থেকে তারা পিছিয়ে আছে এখন মাত্র দুই পয়েন্ট। এদিকে, টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১ নম্বরে।
নতুন হালনাগাদের পর টেস্ট র্যাঙ্কিংঃ
র্যাঙ্কিং |
দল |
পয়েন্ট |
১ |
ভারত |
১১৬ |
২ ![]() |
দক্ষিণ আফ্রিকা |
১০৬ |
৩ |
ইংল্যান্ড |
১০৫ |
৪ |
নিউজিল্যান্ড |
১০২ |
৫ |
অস্ট্রেলিয়া |
১০২ |
৬ |
শ্রীলঙ্কা |
৯৭ |
৭ |
পাকিস্তান |
৯৫ |
৮ |
ওয়েস্ট ইন্ডিজ |
৭৬ |
৯ |
বাংলাদেশ |
৬৭ |
১০ |
জিম্বাবুয়ে |
২ |