promotional_ad

নির্বাচকদের ভাবনাতে আছেন তুষার ইমরান?

তুষার ইমরান
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


কদিন আগেই প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তুষার ইমরান। গত এক বছরে তার সেঞ্চুরির সংখ্যা ৭ টি। এমন পারফর্মেন্সের পর কি জাতীয় দলের দরজা খুলবে এই ক্রিকেটারের জন্য?


জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন তাদের নজরের মধ্যেই আছেন তুষার ইমরান। তবে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরই টেস্ট সিরিজের দল নিয়ে ভাবতে চান তারা।


promotional_ad

"তুষার ইমরান পারফর্ম করছে, তাঁর সাথে সাথে অনেক গুলো ডাবল সেঞ্চুরিও হচ্ছে। আমাদের সবকিছু মাথায় আছে। আগে ওয়ানডে শেষ হোক, প্রথম ওয়ানডে শেষ না হওয়ার আগে টেস্ট স্কোয়াড নিয়ে আমরা চিন্তা করছি না। মাথায় আছে, দেখা যাক, সময় মত জানতে পারবেন।"


অনেক ব্যাখ্যা বিশ্লেষণের পর জাতীয় দলের এই নির্বাচক জানিয়েছেন সেঞ্চুরির ফুলঝুরিই জাতীয় দলে জায়গা পাওয়ার মানদণ্ড নয়। সেটাকে পারিপার্শিক বিভিন্ন ছাঁচে ফেলে বিবেচনা করতে চান তারা।


"আমাদের এনসিএলে প্রথম রাউন্ড থেকে তৃতীয় রাউন্ড পর্যন্ত কয়টা সেঞ্চুরি হয়েছে ও কয়টা ডাবল সেঞ্চুরি হয়েছে। ষ্ট্যাণ্ডার্ড অব ক্রিকেটের দিকে ও ষ্ট্যাণ্ডার্ড অব উইকেটের দিকেও আপনাদের দেখতে হবে। প্লেয়াররা প্রথম ইনিংস কত রান করছে ও দ্বিতীয় ইনিংসে কত রান করছে। অনেক কিছু চিন্তা করেই কিন্তু টিম সাজাতে হয়।"


আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেটারদের সামর্থ্যও বিচার করতে চান জাতীয় দলে কোনো ক্রিকেটারকে সুযোগ দেয়ার আগে। সব মিলিয়ে ভারসাম্য বজায় রেখেই দল গঠন করা হবে বলে ধারণা দিয়েছেন প্রধান নির্বাচক।


"প্লেয়ারদের সামর্থ্য আন্তর্জাতিক মঞ্চে কতটুকু থাকবে, কতটুকু থাকবে না এটাও কিন্তু চিন্তা করতে হবে। সব কিছু মিলিয়েই কিন্তু দলের ভারসাম্য তৈরি করতে হয়।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball