ছিটকে পড়ার সম্ভাবনায় দুবাই টেস্টের 'নায়ক'

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে আসন্ন ঘরোয়া সিরিজ থেকে ছিটকে পড়ার সম্ভাবনায় রয়েছেন অস্ট্রেলিয়া দলের ওপেনার উসমান খাওয়াজা। আবু ধাবিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন মাঠের নামার পূর্বে বল ছোঁড়ার অনুশীলনের সময় আচমকা বাম হাঁটুতে মোচড় লাগে তাঁর এবং ইনজুরির কবলে পড়েন তিনি।
২০১৪ সালে লিগামেন্টের ইনজুরিতে পড়েছিলেন খাওয়াজা। সেই ইনজুরি এবার মাথাচাড়া দিয়ে উঠেছে কিনা এমন সন্দেহ ছিল অজি শিবিরে। কিন্তু স্ক্যান রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে বর্তমানের এই ইনজুরিটি হাঁটুতে।

এর জন্য তাঁকে ছয় সপ্তাহের বেশি মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে অস্ত্রোপচারের উপর নির্ভর করছে তাঁর মাঠে ফিরে আসার সময়সীমা। যার ফলে নভেম্বরে শুরু হতে ভারতের বিপক্ষে ঘরের মাঠে খাওয়াজার না খেলার সম্ভাবনা রয়েছে।
এদিকে ইনজুরির কারণে চলমান এই টেস্টের তৃতীয় দিন ফিল্ডিং করতে দেখা যায়নি খাওয়াজাকে। এমনকি পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসে ওপেনিং করতে নামেন নি এই ব্যাটসম্যান।
এই টেস্টে তিনি আর ব্যাটিং করতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। পাকিস্তানের দেয়া ৫৩৮ রানের বিশাল লক্ষ্য খাওয়াজাকে ছাড়াই লড়তে হবে অজিদের।
আর এই ব্যাটসম্যান পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ড্রয়ের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন। ব্যাট হাতে দুই ইনিংসে ২২৬ রান করে হয়েছিলেন ম্যাচ সেরা ক্রিকেটার।