promotional_ad

জিম্বাবুয়ে সিরিজের টিকেট বিক্রি শুরু শনিবার

মাশরাফি ও ক্রেমার
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আগামী ২১ অক্টোবর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের মধ্য দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। আসন্ন এই সিরিজের টিকেট বিক্রি শুরু হচ্ছে আগামী শনিবার। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


শনিবার শহীদ সোহরাওয়ার্দী মিরপুর ইনডোর স্টেডিয়াম সংলগ্ন বুথে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের টিকেট পাওয়া যাবে। টিকেট অবিক্রিত থাকলে তা ম্যাচের দিন স্টেডিয়াম সংলগ্ন বুথ (এক নম্বর গেট সংলগ্ন) থেকে সংগ্রহ করতে পারবেন দর্শকরা।


ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৪ ও ২৬ তারিখের ম্যাচের টিকেট এমএ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাওয়া যাবে ২৩ অক্টোবর থেকে।


promotional_ad

টিকেট অবিক্রিত থাকলে তা ম্যাচের দিন স্টেডিয়ামের কাউন্টারে পাওয়া যাবে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের টিকেট সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের কাউন্টারে পাওয়া যাবে ২ নভেম্বর থেকে।


আর দ্বিতীয় টেস্টের টিকিট পাওয়া যাবে মিরপুর স্টেডিয়ামের কাউন্টারে (এক নম্বর গেট সংলগ্ন)। টেস্ট ম্যাচের জন্য প্রতিদিনই টিকেটের ব্যবস্থা থাকবে স্টেডিয়ামে। নগদ ছাড়া ইউইক্যাশের মাধ্যমেও টিকিট পাওয়া যাবে।


শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচগুলোর জন্য পাঁচটি ক্যাটাগরিতে টিকেট পাওয়া যাবে। গ্র্যান্ড স্ট্যান্ড, ভিআইপি স্ট্যান্ড, ক্লাব হাউজ, সাউদার্ন/নর্দার্ন স্ট্যান্ড ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির আলাদা আলাদা টিকেট বিক্রি হবে।


এসব ক্যাটাগরির টিকিটের দাম পড়বে যথাক্রমে ১০০০, ৫০০, ৩০০, ১৫০ ও ১০০ টাকা। আর মিরপুরে অনুষ্ঠিত টেস্ট ম্যাচের টিকিটের দাম হবে ৫০০, ৩০০, ২০০, ৮০ ও ৫০ টাকা করে। এদিকে চট্টগ্রামে অনুষ্ঠিত দুই ওয়ানডের টিকেট বিক্রি হবে ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে।


সেগুলো হলো গ্র্যান্ড স্ট্যান্ড, রুফ টপ হসপিটালিটি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড, ক্লাব হাউজ, ওয়েস্টার্ন স্ট্যান্ড ও ইস্টার্ন স্ট্যান্ড। এই ছয় ক্যাটাগরির টিকিটের দাম পড়বে ১০০০, ১০০০, ৫০০, ৩০০, ১৫০ ও ১০০ টাকা করে।


তাছাড়া, সিলেটের অভিষেক টেস্টের টিকিট বিক্রি হবে পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে। সেগুলো হলো গ্র্যান্ড স্ট্যান্ড, ক্লাব হাউজ, ইস্টার্ন গ্যালারি, ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন গ্যালারি। এগুলোর দাম ধরা হয়েছে যথাক্রমে ৫০০, ২০০, ৮০, ৫০ ও ৫০ টাকা করে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball