promotional_ad

অসম্ভব লক্ষ্যের পেছনে ছুটছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ও পাকিস্তান দল
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


আবুধাবি টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার ১৪ ওভার বাকি থাকতে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে তারা সংগ্রহ করেছে ৯ উইকেট হারিয়ে ৪০০ রান। ফলে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়িয়েছে ৫৩৮ রানের।


এই রান তাড়া করে জয় পাওয়া অসম্ভব বটেই, ড্র করাও কঠিন। এই বড় লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়নি অজিদের। তারা ১ উইকেট হারিয়ে ৪৭ রান করে দিন শেষ করেছে। 


অজি ওপেনার শন মার্শকে (৪) ফিরিয়ে একমাত্র উইকেটটি তুলে নিয়েছেন পাকিস্তানী পেসার মির হামজা। মূলত অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের পরই এই ম্যাচের ভাগ্য পাকিস্তানের হাতে চলে যায়। পাকিস্তানের ২৮২ রানের জবাবে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৪৫ রানে। ১৩৭ রানের লিড পায় সরফরাজ আহমেদের দল।


promotional_ad

দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানকে পথ দেখিয়েছেন ব্যাটসম্যানরা। তবে, দ্বিতীয় উইকেটে আজহার আলী ও ফখর জামানের ৯০ রানের জুটির পরও তৃতীয় দিনের শুরুতে কিছুটা নড়বড়ে হয়ে গিয়েছিল পাকিস্তানের ব্যাটিং লাইন আপ।


এই দুজনই তৃতীয় দিনের শুরুতে সাজঘরে ফেরেন। ফখর জামান ৬৬ ও আজহার আলী ৬৪ রান করেন। দলীয় ১৬০ রানের মধ্যেই ৪ উইকেট হারায় পাকিস্তান। তবে পঞ্চম উইকেটে আসাদ শফিক ও বাবর আজমের ৭৫ রানের জুটি বড় সংগ্রহের ইঙ্গিত দেয়।


আসাদ শফিকের (৪৪) বিদায়ের পর বাবর আজমের সাথে জুটি গড়েন পাক দলপতি সরফরাজ। এই দুজনে যোগ করেন ১৩৩ রান। এই জুটির কল্যাণেই অজিদের লক্ষ্যটা ধরা ছোয়ার বাইরে নিয়ে যায় পাকিস্তান।


বাবর আজমকে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন মিচেল মার্শ। বাবর ৯৯ রান করে ১ রানের আক্ষেপে পুড়েছেন। ১৭১ বলের ইনিংসে ছিলো ৬টি চার ও ৩টি ছক্কা। বাবরকে নিয়ে এই টেস্টে পাকিস্তানের নার্ভাস নাইন্টিসে আউটের ঘটনা তিনটি।


প্রথম ইনিংসে ৯৪ রান করে আউট হয়েছিলেন ফখর জামান ও সরফরাজ আহমেদ। বাবর আজমের আউটের পরও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে ব্যাটিং চালিয়ে যান সরফরাজ আহমেদ। কিন্তু ব্যক্তিগত ৮১ রানে তিনিও আউট হয়ে যান মারনুস লেবুশেনের বলে।


তখন দলের সংগ্রহ ৪০০ রান। এর ১ ওভার পরেই ইনিংস ঘোষণা করেন পাক দলপতি। সেই অসম্ভব লক্ষ্যের পেছনেই ছুটছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচটি ড্র হওয়ায় এই ম্যাচটি ফাইনালে রূপান্তরিত হয়েছে। তাই কঠিন চ্যালেঞ্জের সামনে অজিরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball