promotional_ad

সরফরাজের বদলি নিচ্ছে পাকিস্তান?

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে আবু ধাবি টেস্টের দ্বিতীয় দিন পাকিস্তানের প্রধান উইকেটরক্ষক সরফরাজ আহমেদের পরিবর্তে বদলি কোন উইকেটরক্ষককে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাতে ব্যথা অনুভূব করছেন বিধায় দলে বদলি উইকেটরক্ষক নেয়ার কথা প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ।


এ টেস্টের প্রথমদিন দলীয় ৭০তম ওভারে মিচেল স্টার্কের বাউন্সারে বাঁহাতে আঘাত পেয়েছিলেন সরফরাজ। শতকের দ্বারপ্রান্তে থাকায় হালকা চিকিৎসা নিয়ে ব্যাটিং চালিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু দিন শেষে সরফরাজ জানিয়েছেন, তিনি ঠিকভাবে হাত নাড়াচাড়া করতে পারছেন না।


তাই বুধবার দ্বিতীয় দিন উইকেটের পেছনের দায়িত্ব পালন করার ব্যপারেও সন্দিহান তিনি। আর এ কারণে অতিরিক্ত উইকেটরক্ষক ব্যবহারের ব্যপারে আম্পায়ারদের সাথে কথা বলেছেন পাকিস্তানের প্রধান কোচ মিকি আর্থার, জানিয়েছেন পাকিস্তানি অধিয়ায়ক সরফরাজ।


promotional_ad

'হাতটি সঠিকভাবে নাড়াচাড়া করতে পারছি না। এখন কালচে দাগ হয়ে আছে কিন্তু আমার মনে হয় পরবর্তীতে ফোলা শুরু করবে। মিকি (আর্থার) মনে হয় আম্পায়ারের সাথে কালকের জন্য বদলি উইকেটরক্ষকের ব্যবহার নিয়ে কথা বলেছে। যখন আমি আঘাত পেয়েছিলাম, ব্যথা অনুভব হয়েছিল। কিন্তু আমি ক্রিজে দাঁড়িয়েছিলাম কারণ আমি সেঞ্চুরির দিকে এগোচ্ছিলাম।'


হয়ত তিনি জোর করে কাজটি চালিয়ে যেতে পারবেন, কিন্তু তাতে পরবর্তীতে ব্যাটিং করা তাঁর পক্ষে সম্ভব হবে না বলে মনে করছেন তিনি।


'যদি আমাকে জোর করে উইকেটের পেছনে দাঁড়াতেই হয়, আমার মনে হয় না আমি এরপর ঠিক মতো ব্যাটিং করতে পারব। কিন্তু আশা করি এটা ঠিক হয়ে যাবে,' প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে বলেছিলেন সরফরাজ।


এদিকে ক্রিকেট আইনের প্রধান অভিভাবক এমসিসি গত বছর ক্রিকেটে নতুন একটি নিয়ম যোগ করেছিল। যেখানে বলা হয়েছিল ফিল্ডিং দলের বদলি ক্রিকেটার উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারবে যদি দলের প্রধান উইকেটরক্ষক কোন কারণে খেলার মাঝে ইনজুরিতে পড়ে।


যদি আম্পায়াররা সেই নিয়মে বদলি উইকেটরক্ষক ব্যবহার করতে দেয় পাকিস্তানকে তাহলে ১৮ সদস্যের স্কোয়াডে থাকা মোহাম্মদ রিজওয়ানকে দেখা যেতে পাকিস্তানের উইকেটরক্ষকের দায়িত্বে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball