কোহলির চোখ অস্ট্রেলিয়া সিরিজে

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজে অসাধারণ ছিল ভারতীয় দল। ব্যাটসম্যান, বোলাররা নিজ নিজ জায়গা থেকে সেরাটা দিয়েছে। পারফর্মেন্সের এই ধারা যেন অব্যহত থাকে, প্রত্যাশা করেছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি।
বিশেষ করে ব্যাটসম্যানদের কাছে ঘরের মাঠের এই পারফর্মেন্স নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতেও চাইছেন ভারতীয় অধিনায়ক। তবে তিনি তরুণ তিন ব্যাটসম্যানের প্রতি আশাবাদী। বলেছেন, তিন তরুণের এমন দুর্দান্ত সূচনা দলের জন্য ইতিবাচক। পাশাপাশি সহঅধিনায়ক আজিঙ্কা রাহানের কাছেও নির্ভরযোগ্য ব্যাটিং প্রত্যাশা করছেন তিনি।

'আপনি যদি নতুন তিনটি ছেলেকে (বিহারী, শ, পান্ত) দেখেন যারা দলে এসেছে, তাঁরা তাদের সুযোগ লুফে নিয়েছে। আমি মনে করি এই জিনিসগুলো আমাদের জন্য ইতিবাচক। রাহানে সত্যিই অসাধারণ ব্যাটিং করেছে। সে নটিংহামে রান পেয়েছিল এবং আমরা সেই টেস্টটি জিতেছিলাম। সে আরও বেশি রান করতে চেয়েছিল। পান্তের সাথে তাঁর জুটি, যা আমরা আরও দেখতে চাই।'
উইন্ডিজদের বিপক্ষে অভিষেক হয়েই নিজের ব্যাটিং ঝলক দেখিয়েছেন ওপেনার পৃথ্বী শ। দুই টেস্টে একটি শতক এবং একটি অর্ধশতকে ২৩৭ রান নিয়ে পেয়েছেন সিরিজ সেরার পুরষ্কার। এছাড়া ইংল্যান্ড সিরিজে অভিষেক হওয়া দুই তরুণ হানুমা বিহারী এবং রিশাব পান্তও আছেন দারুণ ফর্মে।
পাশাপাশি দ্বিতীয় টেস্টে রাহানেও ছিলেন অসাধারণ। পান্তের সাথে ১৫২ রানের জুটি গড়ে দলকে ভাল অবস্থানে নিয়ে গিয়েছিলেন এই অভিজ্ঞ ডানহাতি ব্যাটসম্যান। যেখানে নিজে খেলেছেন ৮০ রানের ইনিংস। রাজকোটের তুলনায় হায়দ্রাবাদে ব্যাটসম্যানদের খেলা কঠিন ছিল।
কিন্তু এমন টার্নিং পিচেও নিজেদের কাজ ভালভাবেই করেছে ব্যাটসম্যানরা, মনে করছেন অধিনায়ক কোহলি।'আমি সত্যিই অনেক খুশি এই ছেলেদের (বোলার) দেখে যারা অনেক ফিট এবং ক্ষুধার্ত। বাকি কাজ করার দায়িত্ব ব্যাটসম্যানদের। আমার মনে হয় এই ম্যাচটি কিছুটা কঠিন ছিল ব্যাটসম্যানদের জন্য। প্রথম ইনিংসটি অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল রাজকোটের টেস্টের তুলনায়।'
ঘরের মাঠে টানা ১০টি টেস্ট সিরিজ জিতলেও ঘরের বাইরের রেকর্ডটি একদমই ভাল নয় ভারতের। বিশেষ করে অধিনায়ক কোহলি এবং রাহানে ছাড়া কেউই তেমন একটা ভাল খেলেন না বাইরের কন্ডিশনে। তাই ব্যাটসম্যানদের এই পারফর্মেন্স অস্ট্রেলিয়া সিরিজেও দেখতে চান ভারতীয় অধিনায়ক।