ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বাংলাদেশের 'স্পিনে' ভয় হোল্ডারের

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:47 রবিবার, 14 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতীয় স্পিনে নাকাল হয়েছে উইন্ডিজ। তার সাথে পেসারদের দাপটে ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে জেসন হোল্ডারের দল। ভারত সফর শেষে তাদের পরবর্তী মিশন বাংলাদেশে। ক্যারিবিয়ান অধিনায়ক হোল্ডারের ভয় এখন বাংলাদেশের স্পিন আক্রমণ নিয়ে। 

ভারতের বিপক্ষে সিরিজ হারার পর হোল্ডার বলেছেন, "এই সিরিজের পর আমরা বাংলাদেশের মুখোমুখি হব। বাংলাদেশ আমাদের অনেক স্পিনার নিয়ে আক্রমণ করবে।"

সদ্য শেষ হওয়া সিরিজে কুলদীপ যাদভ আর রবিচন্দ্রন অশ্বিনের বলে খাবি খেয়েছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। দুই ম্যাচের সিরিজে ১০ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা বোলার কুলদীপ আর ৯ উইকেট নিয়ে তালিকার ৩ নম্বরে আছেন অশ্বিন।

তাই বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের চিন্তার বড় কারণ স্পিন বলে তাদের ব্যাটসম্যানদের দুর্বলতা। সিরিজ শেষে দলের ব্যাটসম্যানদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হোল্ডার।

তিনি বলেছেন, "সত্যি বলতে আমরা বোর্ডে যথেষ্ঠ রান তুলতে পারিনি। কিছু কিছু সময়ে আমরা অসঙ্গতিপূর্ণ ছিলাম এবং এটাই আমাদের পেছনে ফেলে দিয়েছে।"

ব্যাটসম্যানদের সমালোচনা করলেও বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন হোল্ডার। বিশেষ করে স্বাগতিক ভারতের বিপক্ষে দলের পেসারদের ভূমিকা দারুণ আনন্দিত করেছে ক্যারিবিয়ান অধিনায়ককে।

"এটি দারুণ একটি খেলা ছিল। সকালটা যেভাবে শুরু করেছে এটার পুরোটাই কৃতিত্ব বোলারদের। আমরা একসাথে এটা নিয়ে আলোচনা করেছি। বোলারদের পারফর্মেন্স দেখে দারুণ লাগছে।"