ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

মিরাজ-এনামুলদের সঙ্গে একই তালিকায় পৃথ্বী

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 21:07 রবিবার, 14 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজেই ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার জিতেছেন ভারতীয় তরুণ ওপেনার পৃথ্বী শ।  আর তাতেই কিশোর বয়সে সিরিজ সেরার পুরস্কার পাওয়া ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিঁনি।

এই তালিকায় পঞ্চম ক্রিকেটার হিসেবে যোগ দিয়েছেন পৃথ্বী। ১৯৯০ সালে এই কীর্তি প্রথমবারের মতো গড়েছিলেন পাকিস্তানী পেসার ওয়াকার ইউনিস। ২০০৫ সালে এই রেকর্ডে নাম লেখান বাংলাদেশী বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র।

এরপর ২০১০ সালে মোহাম্মদ আমির ও ২০১৬ সালে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এই তালিকায় নাম লিখিয়েছেন। এই তালিকায় সবশেষ সংযোজন পৃথ্বী শ। নিজের প্রথম ইনিংসেই দারুণ এক শতকের দেখা পেয়েছিলেন তিনি।  

মাত্র ১৮ বছর ৩২৯ দিন বয়সে অভিষেকে সেঞ্চুরি করেছেন এই ভারতীয়। খেলেছেন ১৩৪ রানের এক মনোমুগ্ধকর ইনিংস। ২ ম্যাচের সিরিজ শেষে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ১১৮.৫০ গড়ে ২৩৭ রান করেছেন তিনি।

মাত্র ১৪ বছর বয়সে স্কুল ক্রিকেটের এক ইনিংসে ৫৪৬ রানের ইনিংস খেলে প্রথম নজরে আসেন এই ক্রিকেটার। এরপর ১৭ বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকে নেমেই সেঞ্চুরি, সর্বশেষ প্রথম শ্রেণীর আসরে ৫টি সেঞ্চুরি।

স্বপ্নের মত অভিষেক হয়েছে এই তরুণ ওপেনারের। এখন কতদূর গড়ায় এই ব্যাটসম্যানের ক্যারিয়ার। অনেক ক্রিকেট বিশ্লেষকই তাকে ভারতের ভবিষ্যৎ ব্যাটিং কান্ডারি বলে আখ্যা দিয়েছেন।