ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

শত বছরের পুরনো রেকর্ড ভাঙলেন হোল্ডার

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:45 রবিবার, 14 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হায়দ্রাবাদ টেস্টে জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত। তবে এই ম্যাচে বল হাতে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। ভেঙে দিয়েছেন শত বছরের পুরনো রেকর্ড।

সাদা পোষাকের ক্রিকেটে গত ১০০ বছরের ইতিহাসে এক বছরে অন্তত ৩০ উইকেট নেয়া বোলারদের তালিকায় হোল্ডারের গড়ই সবচেয়ে কম। তিনি চলতি বছর ১১.৮৭ গড়ে নিয়েছেন ৩৩ উইকেট।

এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন সাবেক পাকিস্তানী পেসার শোয়েব আখতার। ২০০৩ সালে মাত্র ৪ টেস্টে ৩০ উইকেট পেতে গড়ে মাত্র ১২.৩৬ রান দিয়েছিলেন পাকিস্তানি স্পিড স্টার। শোয়েবের আগে এই তালিকার শীর্ষ স্থানে ছিলেন স্যার রিচার্ড হ্যাডলি।

তিনি ১৯৮৪ সালে ১৩.২০ গড়ে ৩৫ উইকেট নিয়েছিলেন। টেস্ট ইতিহাসে এক বছরে সবচেয়ে কিপটে বোলিং করে ৩০ উইকেট নেয়ার রেকর্ড বর্তমান সময়ে কারোর ভাঙার সম্ভাবনা নেই বললেই চলে।

তবে সাবেক অজি কিংবদন্তী চার্লি টার্নারের খুব কাছে চলে গেছেন হোল্ডার। এটাই কম কিসে? ১৮৮৮ সালে অস্ট্রেলিয়ার হয়ে ৩৩ উইকেট পেতে ১০.৫৪ রান দিয়েছিলেন হ্যাডলি। তবে টেস্টের সর্বকালের ইতিহাসে সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ডটি দখলে আছে জর্জ লোহম্যানের।

১৮৯৬ সালে জর্জ ৬.৭১ গড়ে রান দিয়ে উইকেট নিয়েছিলেন ৩৮ টি। এই রেকর্ড ভাঙার সাধ্য কার? বর্তমান সময়ে ব্যাটসম্যানদের ব্যাট চলে তলোয়ারের মতো। ফলে কোনো বোলারও হয়তো এই রেকর্ড ভাঙার স্বপ্ন দেখেন না।