টেস্টের দল ভাবনা

টেস্ট দল ভাবনায় এনসিএলে নজর নির্বাচকদের

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 21:45 শনিবার, 13 অক্টোবর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ৩ ম্যাচের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সিরিজ শেষে ঘোষণা হবে দুই ম্যাচ সিরিজের টেস্ট দলও।

টেস্ট দল গঠনের আগে চলতি জাতীয় লিগের ম্যাচগুলোতে নজর রয়েছে নির্বাচকদের। চার রাউন্ডের ম্যাচ দেখেই টেস্ট দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

"টেস্ট টিম নিয়ে এখন আমরা চিন্তা করছি না। এই মুহূর্তে আমরা ওয়ানডে নিয়ে ভাবছি। এনসিএলে আরও চার রাউন্ড রয়েছে। আমরা প্রথম শ্রেণীর ম্যাচ গুলোতে গুরুত্ব দিচ্ছি।"

জাতীয় লিগের ম্যাচের জন্য আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলতে দেয়া হয়নি ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুনকে। তারা টেস্ট দলের ভাবনাতে থাকার কারণেই তাদের অনাপত্তি পত্র দেয়া হয়নি বলে জানিয়েছেন বাশার।

"আমরা সম্প্রতি প্রথম শ্রেণীর ম্যাচে অংশ গ্রহন নিশ্চিতের জন্য কিছু প্লেয়ারের অনাপত্তি পত্র দেয়া হয়নি। তো এই ৪টা প্রথম শ্রেণীর ম্যাচ খুব গুরুত্বপূর্ণ হবে, টেস্ট দল গঠনের ক্ষেত্রে।"

টেস্ট দল ঘোষণা না হলেও ওয়ানডে দল ঘোষণার সময়ই নির্বাচকরা জানিয়েছেন সাদা পোষাকে আসন্ন সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। মূলত স্থায়ী অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরির কারণেই তার কাঁধে নেতৃত্ব ভার দিয়েছেন নির্বাচকরা।

আগামী ২১, ২৪ ও ২৬ অক্টোবর তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। এরপর ৩ নভেম্বর সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। শেষ টেস্ট শুরু হবে ঢাকায় ১১ নভেম্বর।