পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

'বিপদজনক' অস্ট্রেলিয়ার জন্য তৈরি পাকিস্তান

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 12:27 শনিবার, 13 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ড্র করার পর আবুধাবিতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে অস্ট্রেলিয়া বলে মনে করছেন পাকিস্তানের প্রধান কোচ মিকি অার্থার।  

তবে এই 'বিপদজনক' অস্ট্রেলিয়াকে মোকাবেলা করতে যথেষ্ট প্রস্তুত থাকবে তাঁর দল বলেও মন্তব্য করেছেন তিনি। অার্থারের মতে দ্বিতীয় টেস্টে আরও শক্তভাবে ফিরে আসতে পারবে সরফরাজ বাহিনী,

'অবশ্যই অস্ট্রেলিয়া বিপদজনক হয়ে উঠবে এভাবে ঘুরে দাঁড়ানোর পর (প্রথম টেস্টে), এই ব্যাপারে কোন সন্দেহ নেই। তবে আমি আত্মবিশ্বাসী যে আমরা যথেষ্ট ভাল ক্রিকেট খেলছি এবং আমরা আরও কঠিনভাবে ফিরে আসব,' বলেন পাকিস্তান কোচ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও তা করতে না পারায় দলের অনেক ক্রিকেটারই বেশ হতাশ হয়েছেন। এই ড্রটি তাঁদের কাছে পরাজয়েরও সামিল বলে উল্লেখ করেছেন কোচ অার্থার। আর এই মানসিকতাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। তাঁর ভাষায়, 

'আমার জন্য এটি আসলেই হতাশাজনক যে আমরা সিরিজে লিড নিতে পারিনি। তবে আমাদের জন্য ইতিবাচক দিক হল এটি ক্রিকেটারদের আঘাত করেছে এমনভাবে যেন আমরা হেরে গিয়েছি এবং আমার জন্য এটি ভাল লক্ষন। এর মাধ্যমে বোঝা যায় যে ছেলেরা মানসিক দিক থেকে বেশ পরিপক্ব এবং দ্বিতীয়বার এমনটা হতে দিতে চায় না। এই ধরণের কালচার ক্রিকেটারদের মধ্যে তৈরি করতে চাই আমরা।'

উল্লেখ্য অজিদের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের বেশ কাছ থেকে ফিরে আসতে হয়েছিল পাকিস্তানকে। তবে ওপেনার উসমান খাওয়াজার ৩০২ বলে ১৪১ রানের ইনিংসটির সুবাদে জয় বঞ্চিত হয় সরফরাজ আহমেদের দলটি। এবার আগামী ১৫ই অক্টোবর দ্বিতীয় টেস্টে খেলতে নামবে দুই দল।