ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

চেজের ব্যাটে লড়ছে ক্যারিবিয়ানরা

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:45 শুক্রবার, 12 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

পিটার চেজ ও জেসন হোল্ডারের লড়াইয়ে হায়দ্রাবাদ টেস্টের প্রথম দিনটি পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি স্বাগতিক ভারত। ভিরাট কোহলির দল আগে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেট তুলে নিয়েছিল মাত্র ১৮২ রানে।

এরপর সপ্তম উইকেটে অধিনায়ক জ্যাসন হোল্ডার আর রোষ্টন চেজের শত রানের জুটিতে বিপর্যয় এড়ায় ওয়েস্ট ইন্ডিজ। দিনের খেলা শেষ হওয়ার ৫ ওভার আগে হোল্ডার ফিরলেও বেশ শক্ত ভিত পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম দিন শেষে তাঁদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৯৫ রান। লাঞ্চের আগেই সফরকারীরা ৩ উইকেট হারিয়েছিল। তাদের রান তখন মাত্র ৮৬। ক্যারিবীয় টপ অর্ডার আর মিডল অর্ডার মিলিয়ে প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি।

টপ ফাইভের ৩ জনই শিকার হয়েছেন স্পিনার কুলদীপ যাদবের। ওপেনার কার্লোস ব্রাফেটকে (১৪) ফেরানোর পর শিমরন হেটমায়ার (১২) আর সুনীল অ্যামব্রিসকেও (১৮) তুলে নেন কুলদীপ।

বাকি দুটি উইকেট ভাগ করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব। দলের এমন বিপর্যয়ে ১৮৩ বলে ১০৪ রানের দারুণ এক জুটি করেছেন চেজ ও হোল্ডার।

এই দুজনে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ন্যূনতম তিনটি সেঞ্চুরি  জুটি উপহার দিয়েছেন। প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের হাতে আছে ৩ উইকেট। এখন দেখার বিষয় ক্যারিবিয়ানিদের কতদূর এগিয়ে যায়। উইকেটে রয়েছেন চেজ (৯৮*) ও দেবেন্দ্র বিশু (২*)।