অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজ

কোন প্রশংসাই যথেষ্ট নয় খাওয়াজার জন্য- সরফরাজ

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 15:20 শুক্রবার, 12 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাই টেস্টে ফেভারিটের তালিকায় পাকিস্তানকেই এগিয়ে রেখেছিলেন ক্রিকেট বোদ্ধারা। কেননা এই মাঠে বেশ কিছুদিন থেকেই খেলছে সরফরাজ আহমেদের দল। কিন্তু এই টেস্টে এক উসমান খাওয়াজার কাছেই মাথা নোয়াতে হয়েছে তাদের।

টেস্টের শেষ দিন পর্যন্ত টিকে থেকে ৩০২ বলে ১৪১ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলে দলকে ড্র এনে দিয়েছেন ওপেনার খাওয়াজা। ম্যাচের মাত্র ১৪ ওভার বাকি থাকতে আউট হলেও দলকে অনেকখানি বিপদমুক্ত করতে সক্ষম হয়েছিলেন তিনি।

ম্যাচ শেষে পাকিস্তানকে জয় বঞ্চিত করার অন্যতম নায়ক খাওয়াজার কথা উল্লেখ করতেই হয়েছে পাক দলপতি সরফরাজ আহমেদকে। তিনি জানিয়েছেন কোন প্রশংসাই যথেষ্ট নয় অজি ওপেনারের জন্য। সরফরাজ বলেন, 

'আমরা যখন আজ মাঠে নেমেছিলাম তখন আমরা আত্মবিশ্বাসী ছিলাম টেস্টটি জয়ের ব্যাপারে। আমরা ভাল অবস্থানে ছিলাম এবং এটাই মূলত টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। খাওয়াজা দারুণ ব্যাটিং করেছে, কোন প্রশংসাই তাঁর জন্য যথেষ্ট নয়। সে অনেক শট খেলেছে যেগুলো সাধারণত পঞ্চম দিন খেলা বেশ কঠিন একজন ব্যাটসম্যানের জন্য। সুইপ, রিভার্স সুইপ সবকিছুই খেলেছে সে। আমাদের জন্য এটি ছিল হতাশাজনক।' 

পাকিস্তান দলপতি আরও বলেন, 'টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এটাই যে একটি দল তাদের পরাজয়ের মুহূর্ত থেকেও ড্র করতে পারে ম্যাচ এবং রোমাঞ্চ সৃষ্টি করতে পারে। আমরা আমাদের সেরাটাই দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ফলাফল আমাদের পক্ষে যায়নি।'

উল্লেখ্য ১২৬ তম ওভারে ইয়াসির শাহর বলে খাওয়াজা আউট হয়ে গেলেও পরবর্তীতে অধিনায়ক টিম পেইন এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যান নাথান লিয়নের ব্যাটে ড্র নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় অস্ট্রেলিয়া। তবে এর মূল ভিত গড়ে দিয়েছিলেন অজি ওপেনারই।