ভারতের অপরিবর্তিত দল ঘোষণা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামীকাল (শুক্রবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ১২ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। ভিরাট কোহলির অধিনায়কত্বে প্রথম টেস্টের অপরিবর্তিত দলই রেখেছে ভারতীয়রা।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ১২ই অক্টোবর মাঠে নামবে দুই দল। এদিকে প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে বিশাল জয় পেয়েছিল স্বাগতিকরা। রাজকোটে অনুষ্ঠিত ঐ টেস্টে ইনিংস এবং ২৭২ রানে সফরকারীদের পরাজিত করে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

দুই টেস্টের এই সিরিজ শেষে উইন্ডিজদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে সিরিজ খেলবে কোহলির ভারত। এরপর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে দল দুটি।
চলতি মাসের ২১ তারিখ থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৪ই নভেম্বর।
১২ সদস্যের ভারতীয় দলঃ
ভিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামী, উমেশ যাদব এবং শার্দূল ঠাকুর।