বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে

রেটিং পয়েন্টের ধাঁধায় বাংলাদেশ

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 12:45 বৃহস্পতিবার, 11 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

আর মাত্র কয়েকদিন পরেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই সিরিজটিতে জয় দিয়ে টেস্ট রেটিং বৃদ্ধি করার সুবর্ণ সুযোগ থাকছে টাইগারদের সামনে।  

বর্তমানে ৬১ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে অবস্থান করা বাংলাদেশ ১-০ তে সিরিজটি জিততে পারলে তাদের পয়েন্ট বৃদ্ধি পাবে ৫। অর্থাৎ মোট ৬৬ রেটিং পয়েন্ট পাবে তারা। আর সিরিজটি ২-০ তে জিতলে সর্বমোট ৭ রেটিং পয়েন্ট বাড়বে টাইগারদের। অবশ্য এরপরেও র‍্যাংকিংয়ে পরিবর্তন হবে না তাদের।

তবে মুদ্রার উল্টো পীঠও রয়েছে। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে যদি ১-০ তে সিরিজটি জিতে যায় সেক্ষেত্রে ৪ রেটিং পয়েন্ট খোয়াবে বাংলাদেশ। আর তাদের সর্বোমোট পয়েন্ট দাঁড়াবে ৫৭ তে।

আর জিম্বাবুইয়ানদের পয়েন্ট বাড়বে ৮। আর সফরকারীদের কাছে টাইগাররা হোয়াইটওয়াশ হলে বাংলাদেশ হারাবে আরও দুই পয়েন্ট। অর্থাৎ তাদের রেটিং পয়েন্ট হবে ৫৫। সিরিজটি ১-১ এ ড্র হলে রেটিংয়ে কোন পরিবর্তন হবে না। 

এদিকে রেটিংয়ের কথা চিন্তা করেই গতকাল টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছেন না তাঁরা। আর সেই কারণে সম্ভাব্য সেরা দলটিই নির্বাচন করা হবে। নান্নু বলেছিলেন, 

'সেরা একাদশটাই দাঁড় করানো হয়েছে। কারণ প্রতিটি সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে কোনরকম হালকা ভাবে নেয়ার কোন সুযোগ নেই। আমাদের সেরা দলটাই খেলবে। যেহেতু র‍্যাঙ্কিং এর ব্যাপার আছে, পয়েন্ট এর ব্যাপার আছে। এই জন্য আমরা আমাদের সেরা পারফর্মেন্সটা দেখতে চাই।'