পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ

ম্যাচ বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:17 বুধবার, 10 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

দুবাই টেস্ট বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়া এখনও পিছিয়ে আছে ৩২৬ রান। অজিদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৩৬ রান। ট্রাভিস হেড ৩৪ ও উসমান খাজা অর্ধশতক তুলে অপরাজিত আছেন।

প্রথম ইনিংসে দুই ওপেনারের ১৪২ রানের দারুণ জুটির পর মাত্র ৬০ রানের মধ্যে ১০ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসেও সেই শঙ্কাই উঁকি দিচ্ছে। তারা দলীয় ৮৭ রানে ৩ উইকেট হারিয়েছে।

অবশ্য চতুর্থ উইকেটে খাজা-হেডের ৪৯ রানের জুটিতে স্বস্তি নিয়েই দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। অজিদের দ্বিতীয় ইনিংসের শুরুতে অভিষেক টেস্টে জোড়া পঞ্চাশের কাছে গিয়ে আউট হন অ্যারন ফিঞ্চ।

প্রথম ইনিংসে ফিফটির পর এবার ৪৯ রান করেছেন এই মারকুটে ওপেনার। এরপর আব্বাসের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হয়ে আউট হয়েছেন। এক বল পরই দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন শন মার্শ।

এখানেই শেষ নয়, বড় ভাইয়ের পথে হেঁটে শূন্য রান করে আউট হয়েছেন মিচেল মার্শও। আবারও আব্বাসের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হয়ে। এদিকে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮১ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

ফলে, জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ৪৬২। এদিকে চতুর্থ দিনে ৩ উইকেট হারিয়ে ৪৫ রানে দিন শুরু করা পাকিস্তান দুই অজি স্পিনার জন হল্যান্ড ও নাথান লায়নের বলে খুব সুবিধা করতে পারেনি।

২৩ রান নিয়ে দিন শুরু করা ইমাম-উল-হক করেছেন ৪৮। আসাদ শফিক আউট হয়েছেন ৫৬ বলে ৪১ রান করে। হারিস সোহেল ৩৯ রান করে ফিরলে লাঞ্চের আধ ঘণ্টা পর ৬ উইকেট হারিয়ে ১৮১ রান করে ইনিংস ঘোষণা করে সরফরাজ আহমেদের দল।

সংক্ষিপ্ত স্কোরঃ

পাকিস্তান ১ম ইনিংসঃ ৪৮২

অস্ট্রেলিয়া ১ম ইনিংসঃ ২০২

পাকিস্তান ২য় ইনিংসঃ ৫৭.৫ ওভারে ১৮১/৬ (ডি.) (আগের দিন ৪৫/৩)(ইমাম ৪৮, হারিস ৩৯, শফিক ৪১, বাবর ২৮*; স্টার্ক ০/১৮, লায়ন ২/৫৮, সিডল ০/৩, হল্যান্ড ৩/৮৩, লাবুশেন ১/৯)।

অস্ট্রেলিয়া ২য় ইনিংসঃ ৫০ ওভারে ১৩৬/৩ (লক্ষ্য ৪৬২)(ফিঞ্চ ৪৯, খাজা ৫০*, শন মার্শ ০, মিচেল মার্শ ০, হেড ৩৪*; আব্বাস ৩/২৬, হাফিজ ০/১০, ইয়াসির ০/৪২, ওয়াহাব ০/১৩, বিলাল ০/৪০, হারিস ০/২)।