৯৯ তে আব্দুর রহমানের অবসর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আব্দুর রহমান। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া লীগে খেলা চালিয়ে যাবেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
পাকিস্তানের হয়ে ২২ টেস্ট খেলা আব্দুর রহমানের জন্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো সহজ ছিল না। বুধবার এক বিবৃতিতে রহমান জানান,

'আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া মনের দিক থেকে আমার জন্য অনেক কঠিন সিদ্ধান্ত ছিল। তবে ঘরোয়া ক্রিকেট এবং সম্ভব হলে টি-টুয়েন্টি লীগে খেলা চালিয়ে যাব।'
পাকিস্তানের হয়ে সাদা পোশাকে রহমানকে দেখা গিয়েছিল সর্বশেষ ২০১৪ সালে, শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজে। সর্বশেষ ওয়ানডেও খেলেন সেই বছর বাংলাদেশের বিপক্ষে। বাজে পারফর্মেন্সের কারণে দল থেকে ছিটকে পড়েন।
তারপর থেকে আর পাকিস্তান দলের হয়ে খেলার সুযোগ মেলেনি তাঁর। ২০০৬ সালে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন তিনি। এর পরের বছর দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট অভিষেক হয় তাঁর।
তবে প্রত্যাশা অনুযায়ী দীর্ঘায়িত হয়নি তাঁর ক্রিকেট ক্যারিয়ার। পাকিস্তানের জার্সি গায়ে খেলেছেন মোট ২২ টি টেস্ট , নিয়েছেন ৯৯ টি উইকেট। ৩১ টি একদিনের ম্যাচ খেলে নিয়েছেন ৩০ টি উইকেট।
ক্রিকেটের অভিজাতিক সংস্করণ টি-টুয়েন্টিতে খেলেছেন মাত্র আটটি ম্যাচ। সাতের উপর ইকোনমিতে নিয়েছেন ১১ টি উইকেট।