জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)

শান্ত-মিজানুরের রেকর্ড জুটিতে এগিয়ে রাজশাহী

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:36 মঙ্গলবার, 09 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

আগের রাউন্ডেই ৩৫০ রানের দারুণ এক উদ্বোধনী জুটি গড়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছিলেন আব্দুল মজিদ ও রনি তালুকদার। সেই রেকর্ড হুমকির মুখে ফেলে দিয়েছিলেন রাজশাহীর দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মিজানুর রহমান।

রেকর্ড না ভাঙতে পারলেও দলকে বড় লিড এনে দিয়েছেন এই দুই ব্যাটসম্যান। জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে রাজশাহীতে রংপুরের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে রাজশাহীর রান ২ উইকেটে ৪১৯।

আগের দিন রংপুর প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ১৫১ রানেই। এখন পর্যন্ত রাজশাহী এগিয়ে আছে ২৬৮ রানে। অবশ্য শান্ত ও মিজানুর দুজনই ডাবল সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরে এসেছেন।

টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ১৬৫ রানে আউট হয়েছেন মিজানুর। তিনি আরিফুল হকের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন লিটন দাসকে। শান্ত ফিরেছেন ১৭৩ রান করে। এদুজনের উদ্বোধনী জুটি থেমেছে ৩১১ রানে।

যা  প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ উদ্বোধনী জুটি। এরপর দলীয় ৩১১ রানে শান্ত ফেরার পর জুনায়েদ সিদ্দিকিকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন শান্ত। দলীয় ৩৬৪ রানে মাহমুদুল হাসানের বলে সন্দিপ সাহার হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি।

জুনায়েদ সিদ্দিকি ও ফরহাদ হোসেন বাকি সময়টা দেখে শুনে কাটিয়ে দিয়েছেন। দ্বিতীয় দিন শেষে জুনায়েদ ৩৯ ও ফরহাদ ২৬ রান করে অপরাজিত আছেন। রংপুরের হয়ে বল করেছেন ৯ জন বোলার।

এমনকি বল হাতে নিয়েছেন উইকেটরক্ষক ধীমান ঘোষও। তবে কেউই প্রভাব বিস্তার করতে পারেননি। ফলে বলাই যায় দ্বিতীয় দিনে একচ্ছত্র আধিপত্য ছিল রাজশাহীর ব্যাটসম্যানদের।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর ১ম ইনিংস: ১৫১

রাজশাহী ১ম ইনিংস: ১১৬ ওভারে ৪১৯/২ (আগের দিন ৯৯/০) (শান্ত ১৭৩, মিজানুর ১৬৫, জুনায়েদ ৩৯*, ফরহাদ ২৬*; শুভাশিস ০/৫২, আরিফুল ১/৫৬, সাদ্দাম ০/৫৪, সোহরাওয়ার্দী ০/৮৬, মাহমুদুল ১/৬৭, সাজেদুল ০/৪৯, তানবীর ০/২৯, নাঈম ০/৩, ধীমান ০/৭)।