জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)

খুলনাকে লড়াইয়ে ফেরালেন মিথুন-জিয়া

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:02 মঙ্গলবার, 09 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

বরিশালকে ২৯৯ রানে গুটিয়ে দেয়ার পর ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে খুলনা। দলীয় ১৭ রানের মধ্যেই দুই ওপেনার ইমরুল কায়েস (৬) ও এনামুল হকের (৬) উইকেট হারায় তারা।

এরপর অভিজ্ঞ তুষার ইমরান ও সৌম্য সরকার দলের বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। দারুণ শুরুর পর দুজনই ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। সৌম্য ৩৩ রান করে সাজঘরে ফিরেছেন।

আগের রাউন্ডে জোড়া সেঞ্চুরি করা তুষার ইমরান আউট হয়েছেন ৩১ রান করে। এরপর, ৯ রানের ব্যবধানে খুলনা উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের (৪) উইকেট হারায়।

ষষ্ঠ উইকেটে ১০৬ রানের জুটি গড়ে খুলনাকে ম্যাচে ফেরান মোহাম্মদ মিথুন ও জিয়াউর রহমান। মিথুন শেষ বিকেলে ৭২ রান করে ফিরে গেলেও ৪৬ রান নিয়ে অপরাজিত আছেন জিয়াউর রহমান।

তার সঙ্গী আফিফ হোসেন ধ্রুব কোনো রান না করেই অপরাজিত আছেন। এই দুজনের ব্যাটেই লিডের স্বপ্ন দেখছে খুলনা। তৃতীয় দিনে এদুজনের ব্যাটেই চেয়ে থাকবে এই তারকা বহুল দলটি।

বরিশালের হয়ে কামরুল ইসলাম রাব্বি ও সোহাগ গাজী নিয়েছেন ২ টি করে উইকেট। ১ টি করে উইকেট গেছে মনির হোসেন ও সালমান হোসেনের ঝুলিতে।

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল ১ম ইনিংস: ২৯৯

খুলনা ১ম ইনিংস: ৭৫ ওভারে ১৯৯/৬ (ইমরুল ৬, এনামুল ৬, সৌম্য ৩৩, তুষার ৩১, মিঠুন ৭২, নুরুল ৪, জিয়াউর ৪৬*, আফিফ ০*; কামরুল ২/২৬, মনির ১/৫১, সোহাগ ২/৫৮, সালমান ১/২৭, মোসাদ্দেক ০/২৩, ফজলে মাহমুদ ০/১৩)।