Connect with us

উইন্ডিজ-ভারত সিরিজ

প্রথম আশরাফুল, চতুর্থ পৃথ্বী


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয় ১৮ বছর বয়সী পৃথ্বী শ'র। জাতীয় দলের পোশাকে খেলতে নেমে অভিষেক ম্যাচেই শতক হাঁকিয়েছেন ডানহাতি এই তরুণ ব্যাটসম্যান।

পৃথ্বীর হাঁকানো রাজকোটে ৯৯ বলের শতকটি আরও আলো ছড়িয়েছে রেকর্ডবুকে নাম লেখানোর ফলে। অভিষেক টেস্টে সবচেয়ে কম বলে শতক হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয় সাথে আছেন তিনি।

এই তালিকায় প্রথমে রয়েছেন ভারতের বাঁহাতি ওপেনার শেখর ধাওয়ান। ২০১৩ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকেই ধাওয়ানের ৮৫ বলের শতকটি এখনও রয়েছে সবার ওপরে। অভিষেক টেস্টে ৯৩ বলে শতক করে দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ডুয়াইন স্মিথ।

প্রথম দিন চা বিরতির মাত্র দুই মিনিট আগে দেবেন্দ্র বিশুর বলে ক্যাচ এন্ড বোল্ড হয়ে ১৩৪ রানে সাজঘরে ফিরে যান পৃথ্বী। কিন্তু নিজের এই অভিষেক শতকে তিনি নাম লিখিয়েছেন আরও অনেক রেকর্ডে।



টেস্ট অভিষেকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায়ও চতুর্থ স্থানে আছেন ১৮ বছর ৩২৯ দিন বয়সী পৃথ্বী। সবার ওপরে আছেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল, তিনি অভিষেকে সেঞ্চুরি করেছিলেন ১৭ বছর ৬১ দিনে। বাকি দুজন হলেন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা এবং পাকিস্তানের সেলিম মালিক।

ভারতের হয়ে পৃথ্বীর চেয়ে কম বয়সে প্রথম সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার, তখন তার বয়স ছিল ১৭ বছর ১১ দিন। তবে অভিষেক টেস্টে সবচেয়ে কম বয়সে ভারতের হয়ে শতক হাঁকানো ব্যাটসম্যানের মধ্যে পৃথ্বীই প্রথম।

শুধু টেস্ট অভিষেকেই নয়, পৃথ্বী সেঞ্চুরি পেয়েছিলেন নিজের রঞ্জি ট্রফি ও দিলিপ ট্রফির অভিষেকে ম্যাচেও।

সর্বশেষ

৭ জুন, বুধবার, ২০২৩

বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিবি

৭ জুন, বুধবার, ২০২৩

ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব ফিরিয়ে দিতে খারাপও লাগে তাসকিনের

৭ জুন, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরলেন ব্রড

৭ জুন, বুধবার, ২০২৩

১৬ ওভারে ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা

৭ জুন, বুধবার, ২০২৩

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল

৭ জুন, বুধবার, ২০২৩

যেখানে ব্যাটিং করি সেখানে নিজের বলতে কিছু থাকে না: মোসাদ্দেক

৭ জুন, বুধবার, ২০২৩

অবসর ভেঙে অ্যাশেজে মঈন

৭ জুন, বুধবার, ২০২৩

কিং-চার্লসের ঝড়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

৭ জুন, বুধবার, ২০২৩

এফটিপির বাইরে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চায় ইংল্যান্ড!

৭ জুন, বুধবার, ২০২৩

১০ বছর ধরে ট্রফিহীন ভারত, দ্রাবিড় বলছেন চাপ নেই

আর্কাইভ

বিজ্ঞাপন