Connect with us

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ইংল্যান্ডের মন্ত্রে ভারত বধের ছক কষছেন স্টুয়ার্ট ল


প্রকাশ

:


আপডেট

:

ছবি : স্টুয়ার্ট ল

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগেই ইংল্যান্ড সফরে নাকানি চুবানি খেয়েছে ভারতীয় দল। সাউদাম্পটন টেস্টে বল হাতে দারুণ বোলিং করে দলকে ৬০ রানের জয় পাইয়ে দিয়েছিলেন ইংলিশ স্পিনার মঈন আলী। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৯ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ৭১ রানে। এর মধ্যে দুটি উইকেটই ভারতের মূল দুই ব্যাটসম্যান ভিরাট কোহলি ও আজিঙ্কা রাহানের। ইংল্যান্ডের সাফল্যের সেই মন্ত্রই ভারত সফরে কাজে লাগাতে চায় ওয়েস্ট ইন্ডিজ। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে ক্যারিবিয়ান কোচ স্টুয়ার্ট ল এমনটাই জানিয়েছেন।

"মঈন আলী সত্যিই ভারতকে বিপদে ফেলেছিল ইংল্যান্ডে, পায়ের ফাঁকের মধ্যে বল করে। আমাদের যা আছে আমরা তাই ব্যবহার করবো। রোস্টন চেজ আলীর চেয়ে অনেক লম্বা। একই গতিতে বোলিং করে। দেভেন্দ্র বিশো ও জোমেল ওয়ারিকানেরও ভালো নিয়ন্রণ আছে।"

আগামী ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ। আসন্ন এই সিরিজের ক্যারিবিয়ানদের সবচেয়ে বড় চিন্তার নাম ভিরাট কোহলি। ইংল্যান্ড সফরে দল ব্যর্থ হলেও ব্যাট হাতে দারুণ ঝলক দেখিয়েছেন ভারতীয় দলপতি।



তাই সিরিজ জিততে কোহলিকে আটকাতে হবে। স্টুয়ার্ট ল ওয়েস্ট ইন্ডিজ দলের বোলারদের পরামর্শ দিয়েছেন ব্যাটসম্যানদের দেখেই বল করার জন্য। তাদের নাম দেখে নয়। তাহলে কাজ কিছুটা সহজ হয়ে যাবে। 

"কোহলি শুধু ভারত নয়, অন্য দেশগুলোতেও দুর্দান্ত। সে অসাধারণ ব্যাটসম্যান। আমি বলছি ব্যাটসম্যানের নামের কথা চিন্তা না করে, ব্যাটসম্যানকে দেখেই বল করতে হবে। তাহলে আপনার কাজ আরও সহজ হয়ে যাবে। এবং সে ব্যাটিং লাইন আপে একাই নয়।"

সর্বশেষ

৭ জুন, বুধবার, ২০২৩

বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিবি

৭ জুন, বুধবার, ২০২৩

ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব ফিরিয়ে দিতে খারাপও লাগে তাসকিনের

৭ জুন, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরলেন ব্রড

৭ জুন, বুধবার, ২০২৩

১৬ ওভারে ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা

৭ জুন, বুধবার, ২০২৩

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল

৭ জুন, বুধবার, ২০২৩

যেখানে ব্যাটিং করি সেখানে নিজের বলতে কিছু থাকে না: মোসাদ্দেক

৭ জুন, বুধবার, ২০২৩

অবসর ভেঙে অ্যাশেজে মঈন

৭ জুন, বুধবার, ২০২৩

কিং-চার্লসের ঝড়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

৭ জুন, বুধবার, ২০২৩

এফটিপির বাইরে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চায় ইংল্যান্ড!

৭ জুন, বুধবার, ২০২৩

১০ বছর ধরে ট্রফিহীন ভারত, দ্রাবিড় বলছেন চাপ নেই

আর্কাইভ

বিজ্ঞাপন