Connect with us

পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া

দুই বছর পর টেস্ট দলে মোহাম্মদ হাফিজ


প্রকাশ

:


আপডেট

:

ছবি : মোহাম্মদ হাফিজ

|| ডেস্ক রিপোর্ট ||  

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার বিপক্ষে দু'ম্যাচের টেস্ট সিরিজের পাকিস্তান দলে ডাকা হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। আগামী ৭ই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের আগে দ্রুত দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারের।

মূলত পাকিস্তানের অনভিজ্ঞ টপ অর্ডারের কথা মাথায় রেখেই হাফিজকে দলে অন্তর্ভুক্তি করা হয়েছে। স্কোয়াডে থাকা ইমাম উল হকের রয়েছে মাত্র তিনটি টেস্ট খেলার অভিজ্ঞতা। এছাড়া অাজহার আলির সাথে ওপেনার ফখর জামানও পাকিস্তান টেস্ট দলে নিয়মিত নয়। এ সকল বিষয় বিবেচনা করেই হাফিজকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকেরা। 

তবে হাফিজ দলে এমন একটা সময় ডাক পেলেন যখন কিনা অনেকেই তাঁর ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন। আন্তর্জাতিক অঙ্গনে উপেক্ষিত হয়ে আসছেন বেশ কয়েক মাস ধরেই। এই নিয়ে তার কন্ঠে খোলামেলা হতাশাও ঝরেছে অনেকবার।

২০১৬ সালের আগস্ট মাসে ৫০তম টেস্ট খেলার পর টেস্ট দলে আর দেখা যায়নি তাঁকে। সদ্য শেষ হওয়া এশিয়া কাপেও নির্বাচকদের কাছে উপেক্ষিত ছিলেন তিনি। গত বছর জুলাইয়ে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি -টুয়েন্টি সিরিজ পাকিস্তানের হয়ে খেলেছিলেন হাফিজ।



কিন্তু এরপর জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের ওয়ানডে স্কোয়াডে তাঁর নাম থাকলেও কোন ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি। সর্বশেষ হতাশা হয়ে আসে যখন তাকে পিসিবির কেন্দ্রীয় চুক্তিবদ্ধ তালিকার 'এ' ক্যাটাগরি থেকে বি'ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়।

তবে ব্যাট হাতে সকল অবহেলা এবং সমালোচনার জবাব ঠিকই দিয়েছেন হাফিজ। পাকিস্তানের প্রথম শ্রেণীর টুর্নামেন্ট কাইদ-ই-আজম ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। এখন পর্যন্ত পেশওয়ারের বিরুদ্ধে একটি দ্বিশতক সহ তিন ম্যাচে মোট ২৮০ রান করেছেন তিনি। আর এমন পারফর্মেন্সর সুবাদেই দলে ডাক পেয়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। পাশাপাশি আরও একবার নিজেকে প্রমাণের মঞ্চটাও পেয়ে যাচ্ছেন তিনি।

পাকিস্তান স্কোয়াড- 

আজহার আলি, ইমাম-উল হক, ফখর জামান, বাবর আজম, আসাদ শফিক, হ্যারিস সোহেল, উসমান সালাহউদ্দিন, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, সাদাব খান, বিলাল আসিফ, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস ওয়াহাব রিয়াজ, হাসান আলি, মির হামজা, মোহাম্মদ হাফিজ। 

সর্বশেষ

৭ জুন, বুধবার, ২০২৩

বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিবি

৭ জুন, বুধবার, ২০২৩

ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব ফিরিয়ে দিতে খারাপও লাগে তাসকিনের

৭ জুন, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরলেন ব্রড

৭ জুন, বুধবার, ২০২৩

১৬ ওভারে ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা

৭ জুন, বুধবার, ২০২৩

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল

৭ জুন, বুধবার, ২০২৩

যেখানে ব্যাটিং করি সেখানে নিজের বলতে কিছু থাকে না: মোসাদ্দেক

৭ জুন, বুধবার, ২০২৩

অবসর ভেঙে অ্যাশেজে মঈন

৭ জুন, বুধবার, ২০২৩

কিং-চার্লসের ঝড়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

৭ জুন, বুধবার, ২০২৩

এফটিপির বাইরে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চায় ইংল্যান্ড!

৭ জুন, বুধবার, ২০২৩

১০ বছর ধরে ট্রফিহীন ভারত, দ্রাবিড় বলছেন চাপ নেই

আর্কাইভ

বিজ্ঞাপন