Connect with us

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

ভারতে অনুশীলনের সুযোগ থেকে বঞ্চিত ক্যারিবিয়ানরা


প্রকাশ

:


আপডেট

:

ছবি : উইন্ডিজ দল

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী মাসের ৪ তারিখ ২টি টেস্ট, ৫টি ওয়ানডে এবং ৩টি টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে উইন্ডিজ ক্রিকেট দলের। কিন্তু এই সফরে নিজেদের ঝালাই করে নিতে তেমন অনুশীলনের সুবিধা পাচ্ছে না ক্যারিবিয়ানরা।  

কেননা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিরিজটির জন্য কোন প্রকার অনুশীলনের ব্যবস্থা রাখেনি। ফলে উইন্ডিজদের অনুশীলন করতে হচ্ছে আরব আমিরাতে আইসিসির গ্লোবাল অ্যাকাডেমির মাঠে।

এই বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই বেশ অসন্তুষ্ট ক্যারিবিয়ানদের কোচ স্টুয়ার্ট ল। তাঁর মতে সফরকারী দলের ক্রিকেটাররা ভারতের মাটিতে অনুশীলন করতে পারলে তাঁদের পক্ষে সেখানকার কন্ডিশন মানিয়ে নেয়া আরও সহজ হতো।

টাইমস অফ ইন্ডিয়াকে ল বলেছেন, 'আমরা ভারতে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের বলা হয়েছে সেখানে নাকি আমাদের জন্য কোন মাঠ খালি নেই। ভারতে অনুশীলন করতে পারাটা দারুণ হত। তাহলে আমাদের কম ভ্রমণ করতে হত।' 



তবে ভারতে না যেতে পারলেও আরব আমিরাতে নিজেদের সময় ঠিকই উপভোগ করছেন বলে জানিয়েছেন উইন্ডিজ কোচ,  'আইসিসি গ্লোবাল অ্যাকাডেমি থেকে আমাদের বলা হয়েছে যে তাদের ওখানে ক্রিকেট খেলা চলছে। কিন্তু এরপরেও তারা আমাদের সেখানে আমন্ত্রণ জানিয়েছে। আমরা আমাদের সময় উপভোগ করছি,' বলেছেন ল। 

এদিকে উইন্ডিজ দলকে অনুশীলনের সুযোগ করে না দেয়ার পেছনে একটি ব্যাখ্যা দেয়া হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। তারা জানিয়েছে বর্তমানে বিজয় হাজারে টুর্নামেন্ট চলছে বিধায় এই সমস্যায় পড়তে হচ্ছে।

লিস্ট 'এ' মর্যাদার এই টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট ৩৭টি দল। বিসিসিআইয়ের এক কর্মকর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, 'এবারের আসরে আমাদের অনেকগুলো দল রয়েছে। এতগুলো দলকে সুযোগ করে দেয়া আসলেই অনেক কঠিন।' 

উল্লেখ্য গত ১০ই সেপ্টেম্বর ভারতে যাওয়ার কথা ছিল উইন্ডিজ দলের। কিন্তু বিসিসিআই রাজি না থাকায় আরব আমিরাতে উড়ে যেতে হয়েছে ক্যারিবিয়ানদের। 

সর্বশেষ

৭ জুন, বুধবার, ২০২৩

বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিবি

৭ জুন, বুধবার, ২০২৩

ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব ফিরিয়ে দিতে খারাপও লাগে তাসকিনের

৭ জুন, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরলেন ব্রড

৭ জুন, বুধবার, ২০২৩

১৬ ওভারে ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা

৭ জুন, বুধবার, ২০২৩

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল

৭ জুন, বুধবার, ২০২৩

যেখানে ব্যাটিং করি সেখানে নিজের বলতে কিছু থাকে না: মোসাদ্দেক

৭ জুন, বুধবার, ২০২৩

অবসর ভেঙে অ্যাশেজে মঈন

৭ জুন, বুধবার, ২০২৩

কিং-চার্লসের ঝড়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

৭ জুন, বুধবার, ২০২৩

এফটিপির বাইরে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চায় ইংল্যান্ড!

৭ জুন, বুধবার, ২০২৩

১০ বছর ধরে ট্রফিহীন ভারত, দ্রাবিড় বলছেন চাপ নেই

আর্কাইভ

বিজ্ঞাপন