promotional_ad

উইন্ডিজ দলের নতুন 'অস্ত্র' শেরম্যান লুই??

শেরম্যান লুইস, ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন উইন্ডিজ ডানহাতি পেসার শেরম্যান লুইস। ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন আলজারি জোসেফ। তাঁর পরিবর্তেই তরুণ এই ফাস্ট বোলারকে দলে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ।


গত বছরের মার্চে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল শেরম্যান লুইসের। সেখানে ঘরোয়া চারদিনের ম্যাচগুলোতে অসাধারণ পারফর্মেন্স করেন এই পেসার। এখন অবধি প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৭টি ম্যাচ খেলে ৪৯টি উইকেট তুলে নিয়েছেন তিনি। তবে জাতীয় দলের হয়ে এখনও অভিষেক হয়নি তাঁর।


promotional_ad

কিন্তু ইংল্যান্ডে ভারত 'এ' বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের হয়ে খেলেছিলেন লুইস। সেখানে প্রথম আনফিসিয়াল টেস্টের দুই ইনিংসেই চারটি করে উইকেট নিয়েছিলেন তিনি। যে কারণে নির্বাচকদের নজরে এসেছেন এই পেসার। আর আলজারি জোসেফের পরিবর্তে তাঁকেই দলে রেখেছে উইন্ডিজ বোর্ড।


এদিকে দুই ধাপে ফিটনেস টেস্ট শেষে জোসেফের ব্যাপারে এই সিদ্ধান্ত নেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এর আগে ইনজুরি থেকে ফিরে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট খেলেছিলেন এই ডানহাতি পেসার।


উল্লেখ্য, ভারতের বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। যার প্রথম টেস্টটি শুরু হবে ৪ই অক্টোবর ভারতের রাজকটে। টেস্ট সিরিজ শেষে দুই দল পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে।


ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ


জেসন হোল্ডার (অধিনায়ক), সুনিল অ্যামব্রিস, দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্রাথওয়েট, রস্টন চেজ, শেন ডরউইচ, শ্যানন গ্যাব্রিয়েল, জাহমার হ্যামিলটন, শিমরন হ্যাটমায়ার, শাই হোপ, শেরম্যান লুইস, কেমো পল, কাইরন পাওয়েল, কিমার রোচ এবং জোমাল ওয়ারিকান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball