Connect with us

এশিয়া কাপ

ভারতের ড্রেস রিহার্সাল ম্যাচ মঙ্গলবার


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ভারতীয় দল

|| ডেস্ক রিপোর্ট ||

এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করছে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ম্যাচটিতে ভারত জেতার সম্ভাবনাই বেশি, আর ভারত জিতে গেলেই আসর থেকে বাদ যাবে হংকং।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫.৩০ মিনিটে মুখোমুখি হবে এই দুই দল। এদিকে এশিয়া কাপে নিজেদের যাত্রা শুরুর আগে আগে দারুণ উত্তেজিত ভারত।


শুধু উত্তেজিত না তারা, এর পাশাপাশি কিছুটা চিন্তিতও তারা, এমনটাই জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা। এই আসরে নিজেদের একাদশ নিয়ে কিছুটা পরীক্ষা নিরীক্ষাও চালাতে চান তারা। 


'আমি যতটা উত্তেজিত ততোটাই চিন্তিত। এটা আমার জন্য অনেক বড় আসর। আমি দলের সবার খেলার সম্বন্ধে ধারণা রাখি যা খুবই গুরুত্বপূর্ণ।'  

'এই সিরিজে আমরা অনেককেই সুযোগ দিতে চাই। কেননা এই সিরিজেই আমরা নির্ধারণ করতে চাই কে চার নম্বরে ব্যাট করবে আর কে ছয় নম্বরে ব্যাট করবে।'; গণমাধ্যমে জানিয়েছেন রোহিত।

এদিকে আরব আমিরাতের তীব্র গরম থাকছে এই ম্যাচেও, স্থানীয় আবহাওয়া অফিস অন্তত এমনটাই জানিয়েছে। ম্যাচে স্পিনারদের প্রভাব দেখা যেতে পারে, কেননা এই স্টেডিয়ামে এর আগের ম্যাচেও (পাকিস্তান বনাম হংকং) ছিল স্পিনারদের দাপট।

এদিকে হংকংয়ের একাদশ পরিবর্তনের কোনো আভাস মেলেনি, তবে ভারতের একাদশে কিছুটা পরীক্ষা নিরীক্ষা হবে বলে আগেই জানিয়েছেন রোহিত। এদিকে অতীত ঐতিহ্যেও সস্তিতে আছে ভারত। দুই দলের আগের একমাত্র মোকাবেলায় জিতেছিল ভারতই।

সম্ভাব্য একাদশঃ-

ভারতঃ রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান / লোকেশ রাহুল, আম্বাতি রায়ুডু, মানিষ পান্ডে, এমএস ধোনি / দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্ডিক পান্ডিয়া / অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার / শারদুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ / খলীল আহমেদ, যুবেন্দ্র চাহাল।

হংকংঃ নিযাকাত খান, অশূমান রাথ (অধিনায়ক), বাবর হায়াত, কিঞ্চিত শাহ, ক্রিস্টোফার কার্টার, এহসান খান, আইজাজ খান, স্কট ম্যাককেনি (উইকেটরক্ষক), তানবির আফজাল, এহসান নওয়াজ, নাদিম আহমেদ।

সর্বশেষ

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

বিশ্রামে উইলিয়ামসনরা, নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ৩ নতুন মুখ

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

হৃদয়ের ঝড়ো সেঞ্চুরির পরও পিছিয়ে নর্থ জোন

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

তানভীরের ৫ উইকেটের দিনে সৌম্যর আক্ষেপ

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

দুই দিনে টেস্ট জয়ের কথা ভাবছে না বাংলাদেশ

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

ইচ্ছার বিরুদ্ধে মুশফিকের ইচ্ছাকৃত ভুল

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

৮০-৯০ রানের জুটি হবে না, ৩০ রানের জুটির আশায় স্যান্টনার

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

১০ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তাইজুল

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

রশিদকে টপকে বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে বিষ্ণই

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

যতদিন হাঁটতে পারব, ততদিন আইপিএল খেলব: ম্যাক্সওয়েল

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

বিশ্বকাপের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন গিল

আর্কাইভ