Connect with us

আশরাফুলের ফেরা

তাসকিন-সৌম্যদের সঙ্গী আশরাফুল


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

পাইপলাইনে থাকা ক্রিকেটারদের অনুশীলনে রাখতে টাইগার 'এ' দলের বিপক্ষে চারদিনের ম্যাচের আয়োজন করেছে বিসিবি। আর এই ম্যাচে লাল দলের হয়ে ডাক পেয়েছেন বাংলাদেশে দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। 

লাল দলে আশারফুলের সঙ্গী হিসেবে আছেন সৌম্য, তাসকিন, সানজামুলের মতো জাতীয় দলে খেলা ক্রিকেটাররা। এছাড়া সাইফ, আফিফদের মতো ক্রিকেটাররা আছে এই দলে। 


আর সবুজ দলে আছেন ইমরুল কায়েস, জাকির হাসান, জুবাইর লিখনদের  মতো ক্রিকেটাররা। তুলনামূলক শক্তিশালী দুটো দলই বানিয়েছে বিসিবি। এদিকে আশরাফুল খুলনায় অনুষ্ঠিতব্য এই চারদিনের ম্যাচ নিয়েই ভাবছেন।


সেখানে ভালো ক্রিকেট খেলতে চান এই ডানহাতি ব্যাটসম্যান। জানিয়েছিলেন, জাতীয় দলের চিন্তা করছেন না তিনি। তবে অক্টোবর জাতীয় লীগের আগে ম্যাচটি খেলার সুযোগ পেয়ে নিজেকে ঝালিয়ে নিতে পারবেন বলে কিছুটা উচ্ছ্বসিত ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

'জাতীয় দল নিয়ে চিন্তা করে লাভ নেই। জাতীয় লিগের আগে ম্যাচটা খেলার সুযোগ পেয়েছি, চারটা দিন ভালভাবে কাটাতে পারলেই হলো। এখানে খেলে জাতীয় দল নিয়ে ভাবার সুযোগ নেই,' মিরপুরের হোম অফ ক্রিকেটে সাংবাদিকদের জানিয়েছিলেন আশরাফুল।

পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষ 'এ' দলের হয়ে খেলার সুযোগ পেয়ে আজ দুপুর আড়াইটায় রিপোর্টিং শেষে দলের সঙ্গে  খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। ম্যাচটি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

লাল দলঃ- মোহাম্মদ সাইফ হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ আশরাফুল, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, মার্শাল আইয়ুব, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, তানবির হায়দার, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম

সবুজ দলঃ- ইমরুল কায়েস, মিজানুর রহমান, জাকির হাসান, ফাজলে মাহমুদ রাব্বি, নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, মাহিদুল অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, এবাদত হোসেন, জুবাইর লিখন, ইফতেখার সাজ্জাদ।

সর্বশেষ

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

বিশ্রামে উইলিয়ামসনরা, নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ৩ নতুন মুখ

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

হৃদয়ের ঝড়ো সেঞ্চুরির পরও পিছিয়ে নর্থ জোন

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

তানভীরের ৫ উইকেটের দিনে সৌম্যর আক্ষেপ

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

দুই দিনে টেস্ট জয়ের কথা ভাবছে না বাংলাদেশ

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

ইচ্ছার বিরুদ্ধে মুশফিকের ইচ্ছাকৃত ভুল

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

৮০-৯০ রানের জুটি হবে না, ৩০ রানের জুটির আশায় স্যান্টনার

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

১০ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তাইজুল

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

রশিদকে টপকে বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে বিষ্ণই

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

যতদিন হাঁটতে পারব, ততদিন আইপিএল খেলব: ম্যাক্সওয়েল

৬ ডিসেম্বর, বুধবার, ২০২৩

বিশ্বকাপের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন গিল

আর্কাইভ