বাংলাদেশ ক্রিকেট
ডাক পেয়েছেন আশরাফুল

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অবশেষে দলে ডাক পেয়েছেন বাংলাদেশে দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বিসিবি লাল ও সাদা দলে ভাগ হয়ে খেলা চারদিনের ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে তাঁকে। বোর্ডের সাথে মিটিং শেষে বিষয়টি জানিয়েছেন আশরাফুল নিজেই।
পাইপলাইনে থাকা ক্রিকেটারদের অনুশীলনে রাখতে টাইগার 'এ' দলের বিপক্ষে চারদিনের ম্যাচের আয়োজন করেছে বিসিবি। আর সেখানেই খেলবেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। বর্তমানে আশরাফুল খুলনায় অনুষ্ঠিতব্য এই চারদিনের ম্যাচ নিয়েই ভাবছেন।

সেখানে ভালো ক্রিকেট খেলতে চান এই ডানহাতি ব্যাটসম্যান। জানিয়েছিলেন, জাতীয় দলের চিন্তা করছেন না তিনি। তবে অক্টোবর জাতীয় লীগের আগে ম্যাচটি খেলার সুযোগ পেয়ে নিজেকে ঝালিয়ে নিতে পারবেন বলে কিছুটা উচ্ছ্বসিত ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
'জাতীয় দল নিয়ে চিন্তা করে লাভ নেই। জাতীয় লিগের আগে ম্যাচটা খেলার সুযোগ পেয়েছি, চারটা দিন ভালভাবে কাটাতে পারলেই হলো। এখানে খেলে জাতীয় দল নিয়ে ভাবার সুযোগ নেই,' মিরপুরের হোম অফ ক্রিকেটে সাংবাদিকদের জানিয়েছিলেন আশরাফুল।

পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষ 'এ' দলের হয়ে খেলার সুযোগ পেয়ে আজ দুপুর আড়াইটায় রিপোর্টিং শেষে দলের সঙ্গে খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। ম্যাচটি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।