Connect with us

এশিয়া কাপ

বড় জয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের


প্রকাশ

:


আপডেট

:

ছবি : পাকিস্তান বনাম হংকং ম্যাচের একাংশ

|| ডেস্ক রিপোর্ট || 

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। তারা হংকংকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। মূলত ওপেনার ইমাম উল হক ও ওয়ানডাউন ব্যাটসম্যান বাবর আজমের দায়িত্বশীল ব্যাটিংয়েই বড় নিশ্চিত করে পাকিস্তান।

দলের হয়ে ইমাম ৫০ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ৩ চার ও ১ ছক্কায় এই রান করেছেন এই পাকিস্তানি ওপেনার। ২৪ রান করে আউট হয়েছেন ওপেনার ফখর জামান। তাকে সাজঘরে ফিরিয়েছেন হংকংয়ের পেসার এহসান খান।


শেষের দিকে বাবর আজম ৩৩ করে এহসান খানের দ্বিতীয় শিকার হয়েছেন। আর শোয়েব মালিক ৭ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। হংকংয়ের দেয়া ১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২.৫ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট দল।


এই ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হংকং দলের অধিনায়ক অংশুমান রাথ। ব্যাটিংয়ে নেমে হংকংয়ের শুরুটা হয়েছিল মারমুখি। ওপেনার অংশুমান রাথ ১৯ রান করে ভালো কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন।

তবে সময়ের সাথে সাথে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে দলটি। ১৭ ওভার না পেরোতেই ৪৪ রানের মাথায় হংকং হারিয়ে ফেলে টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে।

কিঞ্চিত শাহ ও আইজাজ খান কিছুটা বিপর্যয় কাটিয়ে তোলার চেষ্টা করলেও উসমান খান ও হাসান আলীর বোলিং তোপে এই দুজন ফিরে গেলে আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হংকং।

শাহ আউট হয়েছেন ২৬ রান করে। আর আইজাজ খানের ব্যাট থেকে এসেছে ২৭ রান। এরপর আর কেউ দাঁড়াতে না পারলে তাদের ইনিংস গুটিয়ে যায় ১১৬ রানে। পাকিস্তানের হয়ে শদাব খান-হাসান আলী নেন দুটি করে উইকেট।

মোহাম্মদ আমিরের ঝুলিতে কোনো উইকেট জমা না হলেও উসমান খানের ঝুলিতে জমা হয় তিন উইকেট। এ ছাড়া ফাহিম আশরাফ নেন এক উইকেট। দুই জন ব্যাটসম্যান নিজাকাত খান-এহসান নওয়াজ রানআউটের শিকার হয়ে ফিরে যান সাজঘরে।

সর্বশেষ

২ ডিসেম্বর, শনিবার, ২০২৩

বিশ্বাসের ভেলায় চড়ে শান্তদের নিউজিল্যান্ড বধ

২ ডিসেম্বর, শনিবার, ২০২৩

তিন সংস্করণে রোহিতকেই নেতৃত্বে চান গাঙ্গুলি

২ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘এখন ভালো কথা হবে, এক ম্যাচ খারাপ করলে আবার সমালোচনা হবে’

২ ডিসেম্বর, শনিবার, ২০২৩

নারী আইপিএলের ড্রাফটে বাংলাদেশের ২ ক্রিকেটার

২ ডিসেম্বর, শনিবার, ২০২৩

নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

আইপিএলের নিলামে ১ হাজার ১৬৬ ক্রিকেটার

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘আফসোস আছে কিন্তু কথা বলতে চাই না’

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

৭ উইকেট হারিয়েও আশা ছাড়ছে না নিউজিল্যান্ড

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘কেউ থাকুক আর না থাকুক, ভালো খেলছি কিনা এটাই জরুরী’

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

বড় দলকে হারানোর মজাই আলাদা: তাইজুল

আর্কাইভ