Connect with us

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

অস্ট্রেলিয়া 'অভদ্র' দল


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ডেভিড ওয়ার্নার এবং স্টীভ স্মিথ, ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হওয়া তিন অজি ক্রিকেটারের জন্য কোন প্রকার সমবেদনা নেই ইংলিশ অলরাউন্ডার মইন আলির। উল্টো জানিয়েছেন, অস্ট্রেলিয়ানদের বিপক্ষে খেলতে অপছন্দ করেন তিনি। 

ক্রিকেটের জন্মলগ্ন থেকেই ইংল্যান্ডের একমাত্র প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। তবে মইনের অজিদের অপছন্দের কারণ তাদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা নয়। অজিদের আগ্রাসী মনোভাব এবং মাঠের স্লেজিং। এছাড়াও মইন মনে করেন, অস্ট্রেলিয়ানরা খেলোয়াড়দের সম্মান করতে জানে না।

'তারাই একমাত্র দল যাদের বিপক্ষে খেলতে আমি অপছন্দ করি। এটা এই কারণে নয় যে অস্ট্রেলিয়া আমাদের পুরনো প্রতিদ্বন্দ্বী। কারণ তাঁরা খেলোয়াড়দের সম্মান করতে জানে না। আমি এমন একটা মানুষ যে সবার দুঃসময়ে দুঃখিত হই। কিন্তু ওদের জন্য দুঃখিত হতে পারছি না।'; বলেছিলেন টাইমস পত্রিকায়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৫ সালে প্রথম খেলেছিলেন মইন আলি। সেখানেও অভদ্র অস্ট্রেলিয়াকে দেখেছিলেন তিনি। সেই সময়টি অনেক কঠিন ছিল তাঁর জন্য। তবে সে সময় ভালো করে বুঝতে পারেননি অজিদের।



কিন্তু ২০১৫ অ্যাশেজে অজিদের নিয়ে সন্দেহ দূর হয়ে গিয়েছিল মইনের। জানিয়েছেন, সেখানেই অজিদের আসল রূপ দেখেছিলেন তিনি। বলেছেন, সেবার অস্ট্রেলিয়া দল ভয়ঙ্কর ছিল না, ছিল অভদ্র।

'২০১৫ বিশ্বকাপের পূর্বে সিডনীতে ওদের বিপক্ষে প্রথম খেলেছিলাম। তাঁরা শুধু আপনার জন্য কঠিন ছিল না, তাঁরা এক পর্যায়ে আপনাকে অপব্যাবহার করতে শুরু করবে। তখনই এই বিষয়টি আমাকে আঘাত করেছিল। আমি তাদেরকে নিয়ে দ্বিধায় ছিলাম।

'কিন্তু আমি যতবারই ওদের বিপক্ষে খেলেছি ওদেরকে খারাপই দেখেছি। ২০১৫ অ্যাশেজে ওরা খুব বেশিই খারাপ ছিল। ওরা ভয়ঙ্কর না, এক কথায় অভদ্র।'

সর্বশেষ

৭ জুন, বুধবার, ২০২৩

বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিবি

৭ জুন, বুধবার, ২০২৩

ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব ফিরিয়ে দিতে খারাপও লাগে তাসকিনের

৭ জুন, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরলেন ব্রড

৭ জুন, বুধবার, ২০২৩

১৬ ওভারে ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা

৭ জুন, বুধবার, ২০২৩

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল

৭ জুন, বুধবার, ২০২৩

যেখানে ব্যাটিং করি সেখানে নিজের বলতে কিছু থাকে না: মোসাদ্দেক

৭ জুন, বুধবার, ২০২৩

অবসর ভেঙে অ্যাশেজে মঈন

৭ জুন, বুধবার, ২০২৩

কিং-চার্লসের ঝড়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

৭ জুন, বুধবার, ২০২৩

এফটিপির বাইরে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চায় ইংল্যান্ড!

৭ জুন, বুধবার, ২০২৩

১০ বছর ধরে ট্রফিহীন ভারত, দ্রাবিড় বলছেন চাপ নেই

আর্কাইভ

বিজ্ঞাপন