ইংল্যান্ড-ভারত সিরিজ
কষ্ট ও প্রাপ্তিতে কুক-অ্যান্ডারসনের বন্ধুত্ব

|| ডেস্ক রিপোর্ট ||
মোহাম্মদ শামির স্ট্যাম্প উড়িয়ে দিয়ে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি পেসারের তালিকায় নাম উঠিয়েছেন ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসন। ৫৬৪ উইকেট নিয়ে অজি কিংবদন্তী গ্লেন ম্যাকগ্রাকে পেছনে ফেলেছেন তিনি। আর এই স্মরণীয় মুহূর্তে মাঠে উপস্থিত ছিলেন তাঁর ১২ বছরের সতীর্থ অ্যালিস্টার কুক।
নিজের এই কীর্তির মুহূর্তে সবচেয়ে কাছের বন্ধুকে পাশে পেয়ে অনেক বেশি খুশি হয়েছেন অ্যান্ডারসন। জানিয়েছেন, শুধু আজ নয় সবসময়ই তাঁর পাশে ছিলেন কুক। ১২ বছর ধরে একসাথে খেলা অ্যালিস্টার কুকের অবসরে অনেক কষ্ট পেয়েছেন অ্যান্ডারসন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, অনেক চেষ্টায় চোখের পানি আটকিয়ে রাখছেন তিনি। গত এক সপ্তাহ অনেক কঠিন সময় অতিবাহিত করেছেন টেস্ট ইতিহাসের সর্বকালের সেরা এই পেসার।
'আমি অনেক খুশি যে, ঐ উইকেটটা নেয়ার সময় কুকি (কুক) মাঠে ছিল। এটা অনেক কঠিন একটা সপ্তাহ ছিল। সে (কুক) আমার ভাল বন্ধু। শুধু আজ নয় সে সবসময়ই আমার জন্য মাঠে অসাধারণ ছিল।
'আমার অনেকটা সময় লেগেছিল মানিয়ে নিতে। কুকির অবসর আমার জন্য অনেক কষ্টের মুহূর্ত ছিল, অনেক চেস্টা করছিলাম না কান্না করার জন্য।'
এদিকে অ্যান্ডারসনের নেয়া শামির উইকেটেই শেষ হয়ে গিয়েছিল ভারতের দ্বিতীয় ইনিংস। ১১৮ রানে জিতে গিয়েছিল ইংল্যান্ড এবং সাথে সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। প্রত্যাশা মতো কুককে জয় উপহার দিতে পেরেছিল রুট-অ্যান্ডারসনরা।
তবে সবার কেন্দ্রবিন্দু ছিলেন অ্যান্ডারসন এবং কুক। আর কুক অপেক্ষা করছিলেন বন্ধুর শ্রেষ্ঠত্ব অর্জনের। জানিয়েছেন, সতীর্থের এমন অর্জনে অনেক উচ্ছ্বসিত তিনি। বন্ধুকে ইংল্যান্ডের সর্বকালের সেরা ক্রিকেটারের উপাধিও দিয়েছেন কুক।
'আমি বর্ণনা করতে পারব না, জিমি কিভাবে নিজেকে তৈরি করেছে এই অর্জনের জন্য। সে ইংল্যান্ডের সর্বকালের সেরা একজন ক্রিকেটার এখন পর্যন্ত। সে সত্যিই পাগলাটে। এটা অনেক আনন্দের তাঁর জন্য স্লিপে দাঁড়ানো।'
অ্যান্ডাসনের আগে নিজের বিদায়ি টেস্টে রেকর্ডবুকে নাম লিখিয়েছিলেন ইংলিশ বাঁহাতি ওপেনার কুক। টেস্ট ইতিহাসের পঞ্চম ব্যাটসম্যান কুক, যিনি অভিষেক টেস্ট এবং ক্যারিয়ারের শেষ টেস্টে শতক করেছেন।