পরিসংখ্যান

সাব্বিরের পরেই কোহলি

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 13:56 মঙ্গলবার, 11 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

ওভাল টেস্টের চতুর্থ দিনে অবিশ্বাস্য ফর্মে থাকা ভিরাট কোহলিকে সিরিজে প্রথমবারের মত শুন্য রানে আউট করেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। এই নিয়ে চতুর্থ বারের মত আন্তর্জাতিক ক্রিকেটে গোল্ডেন ডাক মেরেছেন তিনি। 

এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংসে শুন্য রানে আউট হয়েছেন ইংলিশম্যান জনি বেয়ারস্টো। একই টেস্টে কোহলি ও বেয়ারস্টো শুন্য রানে আউট হয়ে বাংলাদেশি ব্যাটসম্যান সাব্বির রহমানকে স্পর্শ করার অপেক্ষায় রয়েছেন।

২০১৭ সাল থেকে এখন পর্যন্ত তিন ফরম্যাটে শুন্য রানে আউট হওয়ার ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন সাব্বির।  এখন পর্যন্ত সর্বোচ্চ আটবার শুন্য রানে আউট হয়েছেন তিনি।

সাব্বিরের পরেই আছেন ভারতীয় কাপ্তান ভিরাট কোহলি, ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। কিউই হার্ড হিটার কলিন মুনরো আছেন একই তালিকায়।

কোহলি, বেয়ারস্টো ও মুনরো... এখন পর্যন্ত সাতবার শুন্য রানে আউট হয়েছে। সাব্বির রহমান মাঠের বাইরের কর্মকাণ্ডে জড়িয়ে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন। যার ফলে আগামী ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকতে হবে তাঁকে। 

অন্যদিকে টানা খেলায় থাকতে হবে বাকি তিন ক্রিকেটারকে। তাই শুন্য রানে আউট হয়ে সাব্বির রহমানকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে এই তিন ব্যাটসম্যানের।