promotional_ad

সিপিএল ছাড়লেন শোয়েব মালিক

শোয়েব মালিক, ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) চলতি আসর ছেড়ে দেশে ফিরছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। সিপিএলের এবারের আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের  হয়ে প্রথম পাঁচ ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন মালিক।


তাঁর অধিনায়কত্ব এবং দুর্দান্ত পারফর্মেন্সে ওয়ারিয়র্সরা পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই জয় পেয়েছে। বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে দলটি। কিন্তু ১৫ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়া কাপের জন্য অনুশীলন ক্যাম্পে যোগ দিতে স্বদেশে ফিরতে হচ্ছে পাকিস্তানের এই সাবেক অধিনায়ককে।


promotional_ad

এদিকে মালিক চলে যাওয়ার ফলে কপাল খুলতে যাচ্ছে অজি স্পিন অলরাউন্ডার ক্রিস গ্রিনের। এর আগে টুর্নামেন্টের প্রথম দিকে দক্ষিণ আফ্রিকান বাঁহাতি ব্যাটসম্যান ক্যামেরন ডেলপোর্টের পরিবর্তে ওয়ারিয়র্সদের দলে জায়গা পেয়েছিলেন গ্রিন।


ইতিমধ্যে এই টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলেছেন তিনি। তবে ডেলপোর্ট ফিরে আসায় শেষ ম্যাচ থেকে ছিটকে পড়েছিলেন এই অলরাউন্ডার। এবার মালিক দেশে ফেরার সিদ্ধান্ত নেয়ায় ৬.৫ ইকোনমিতে পাঁচ উইকেট শিকার করা গ্রিনের আবারও খেলার সুযোগ এসেছে গায়ানার হয়ে।  


অবশ্য শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও অসাধারণ ছিলেন গ্রিন। সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ২৫ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেছিলেন তিনি। আর তাঁর এই ইনিংসটি গায়ানার জয়ে প্রভাব রেখেছিল অনেকাংশে। সুতরাং এই দিক থেকেও এগিয়ে থাকছেন অজি অলরাউন্ডার। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball