৬ মাসের নিষেধাজ্ঞার কবলে শেহজাদ?

ছবি: আহমেদ শেহজাদ

|| ডেস্ক রিপোর্ট ||
নিষিদ্ধ হতে চলেছেন পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার দুপুরে এক বিবৃতিতে জানিয়েছে, ডোপ পরীক্ষায় ইতিবাচক ফলাফলের জন্য ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়া হতে পারে।
দুই একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে রায় প্রকাশের কথা রয়েছে পাকিস্তানের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পিসিবির। কিছুদিন আগে পাকিস্তানের ঘরোয়া একটি ওয়ানডে টুর্নামেন্ট থেকে ডোপ টেস্টের জন্য নমুনা নিয়েছিলো আইসিসি।

সেই সময় পাকিস্তানী ওপেনার আহমেদ শেহজাদের নমুনা নিয়েছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর পরে সেই শেহজাদই এই টেস্টে পজিটিভ বলে প্রমানিত হন। এদিকে অভিযোগ আসার পর থেকেই সব ধরণের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ আছেন এই ওপেনার।
অভিযোগের বিপক্ষে শেহজাদকে আপিল করার জন্য ১৫ দিন সময়ও দিয়েছিলো পিসিবি। কিন্তু আপিল করার মেয়াদ আগামী ২৭ই জুলাইতে শেষ হলেও আপিল করেননি শেহজাদ।
ফলে বোঝাই যাচ্ছে, পিসিবির দেওয়া শাস্তি মেনে নিতে প্রস্তুত ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। পিসিবির দেয়া বিবৃতিটিতে আরো উল্লেখ করা হয় যদি তার বিরুদ্ধে দ্বিতীয়বার এমন অপরাধ প্রমানিত হয় তবে দুই বছর পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে তাকে।
আর তৃতীয়বার এমন অপরাধ করলে আজীবন নিষেধাজ্ঞা খড়গে পড়তে পারেন এই ক্রিকেটার। উল্লেখ্য শেহজাদ সর্বশেষ জুন মাসে স্কটল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টি টুয়েন্টি সিরিজে মাঠে নেমেছিলেন পাকিস্তানের হয়ে।