স্পন্সরদের কাছে বন্দী ক্রিকেটাররাও!

ছবি: নিজামউদ্দিন চৌধুরী সুজন, ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্রিকেটারদের স্পন্সরশীপ চুক্তি নিয়ে নতুন নিয়ম করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক বিসিবি। সোমবার সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বিভিন্ন কোম্পানির সাথে ব্যক্তিগতভাবে চুক্তিতে কাজ করে থাকে ক্রিকেটাররা। কিন্তু অফিসিয়াল স্পন্সর কোম্পানিগুলো ক্রিকেটারদের এ ধরনের কাজকে সব সময়ই আপত্তি জানিয়ে গেছে। আর এমন কারণেই 'রবি' তাদের স্পন্সরশীপ বাতিল করেছে বলে ধারনা করছেন এই বোর্ড কর্মকর্তা।

বিশেষ করে সাকিব আল হাসান বাংলালিংকের সাথে চুক্তি এবং তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজার গ্রামীণফোনের সাথে সম্পর্কই রবির সরে দাঁড়ানোর মূল কারণ হতে পারে বলে জানিয়েছেন তিনি।
কিন্তু ক্রিকেটারদের ব্যক্তিগত স্বাধীনতায় তো আর হস্তক্ষেপ করতে পারে না বোর্ড। তাই অফিসিয়াল স্পন্সর এবং ক্রিকেটারদের সাথে মধ্যস্থতা করতেই নতুন একটি পদক্ষেপ নিতে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
দলের স্পন্সর কোম্পানির সাথে সাংঘর্ষিকতা তৈরি হয় এমন কোন ব্র্যান্ডের সাথে কাজ করতে পারবে না ক্রিকেটাররা। এ রকমই একটি নিয়ম করতে যাচ্ছে বোর্ড বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। সব মিলিয়ে তিনি সাংবাদিকদের জানান,
'আসলে ক্রিকেটারদের স্বাধীনতা এবং দলের স্পন্সরশীপ একসাথে হয় না। এই প্র্যাকটিসটা করা যাচ্ছে না। কারণ যেটা হয় যে কোন নির্দিষ্ট ক্রিকেটারের স্পন্সরশীপ নিয়ে যখন ঐ কোম্পানিটি অনেক বেশি ব্র্যান্ডিংয়ে চলে যায় তখন দেখা যায় দলের স্পন্সরশীপের সাথে খাপ খায় না।
'এখন থেকে বোর্ডের ভূমিকাটি যেটি হবে সেটি হল সাংঘর্ষিক কোন ব্র্যান্ডের সাথে কোন ক্রিকেটার চুক্তিবদ্ধ হতে পারবে না।'